লৌহজংয়ে পৈত্রিক সম্পত্তির আপোষ মীমাংসা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৈত্রিক সম্পত্তির আপোষ মীমাংসা করা হয়েছে। লৌহজং উপজেলার উত্তর হলদিয়া মৌজার ৬৮৩, ৫৩ মৌজার ১৬৯৯,১৭৮৩, ১৭৬৪ দাগের ৯৩ শতাংশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।উভয় পক্ষের সম্মতি ও উপস্থিতিতে এবং সহকারি কমিশনার ভূমি ( লৌহজং) সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পৈত্রিক সম্পত্তির মামলার নিষ্পত্তি ও প্রকৃত জমি মালিকদের জমি বন্টন করা হয়।
মামলা সুত্রে জানা যায়, লৌহজং উপজেলা আবুল কাশেম মিয়া (৬৫)পিতা-মৃত ওসমান খান বাদি হয়ে ১।আব্দুস সালাম, পিতা মৃত ছোবহান শেখ ২। মো. সিরাজুল ইসলাম খান (৭০),পিতা মৃতঃওসমান খানকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (মুন্সিগঞ্জ) পিটিশন মামলা দায়ের করেন। যার নাম্বার ২০২/২০২৩। বিবাদীর পক্ষে উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন। পিতা কাজী আসাদুজ্জামান।
গত ২৬ নভেম্বর মামলার নোটিস মোতাবেক আদালত লৌহজং সহকারি কমিশনার ভূমি কে মামলাটি দেখভালের নির্দেশ দেয়। সে মোতাবক গত রবিবার লৌহজং উপজেলা ভুমি অফিসে মীমাংসার দিন ধার্য হয়। সার্ভেয়ার সাইফুল ইসলাম সহ উভয় পক্ষের লোকজন তাতে উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে মীমাংসা হয়েছে যে (১)আবুল কাশেম (৬৫)পিতা মৃত ওসমান খান, (২)আব্দুস সালাম (৫৭)পিতা মৃত ছোবহান শেখ। মোঃ মোশাররফ হোসেন খান পিতা মোহাম্মদ রমিজ উদ্দিন খান। মোট জমির ৯৩ শতাংশ মধ্যে ২৯'৬৭শতাংশ তারা তাদের উত্তর অধিকারী সূত্রে ভাগ বাটোয়ারা করে নিবেন এবং বাকী২৫'৩৩শতাংশ জমির মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম খান ১১.৭২ শতাংশ জমি বর্তমানে তার অবস্থানরত জমিতে স্থাপনা সহ ভোগ দখলে থাকবে। উত্তর অধিকারী সূত্রে ভোগদখলে এখন রয়েছেন এবং থাকিবেন। বাকি জমি শরিকরা তাদের উত্তর অধিকারী সূত্রে প্রাপ্ত কৃত জমি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিবেন।
সরেজমিনে প্রত্যক্ষ তদন্তে সময় উপস্থিত ছিলেন পলাশ মিয়া, মোঃ মোশাররফ হোসেন, কাজী জাকির হোসেন, মোঃ ওবায়দুল্লাহ, মোহাম্মদ আলমগীর কবীর হৃদয়, মোহাম্মদ ফেরদাউস, সাবেক ইউপি সদস্য লক্ষণ, মোহাম্মদ আব্দুল কাদের সহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
