ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

গাইবান্ধার ৫টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৭


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৫ জনকে বৈধ ও ১৭ জনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষনা করা হয়েছে। রবিবার ও সোমবার দুইদিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটানির্ং কর্মকর্তা প্রার্থীদের কাগজপত্রে ভুলত্রুটি, ঋণখেলাপী ও ভোটারের স্বাক্ষর জালসহ বিভিন্ন অসঙ্গতি সনাক্ত করেন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫২ প্রার্থীর জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষনা ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল।

সংসদীয় আসনের মোট ভোটের এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা, ঋণখেলাপী ও ভোটারের স্বাক্ষর জালসহ দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দুর্নীতি দমন আইনে ৭ বছর কারাদন্ডে দন্ডিত হন এবং সম্পূরক হলফনামা দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিনকে বাতিল করা হয়, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকায় স্বতন্ত্র প্রার্থী এবিএম মিজানুর রহমান, ফৌজদারী মামলায় ৫ বছর কারাদন্ডে দন্ডিত ও সম্পূরক হলফনামা দাখিল না করায় গণফ্রুন্ট প্রার্থী শরিফুল ইসলাম, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরনী দাখিল না করায় খেলাফত বাংলাদেশের মো. হাফিজার রহমান ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় আব্দুল্লাহ নাহিদ নিগারকে বাতিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বিদ্রোহী) শাহ্ সরোয়ার কবীর, সাজেদুর রহমান, রফিকুল ইসলাম, মাসুমা আক্তারকে বাতিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। প্রস্তাবকারী অন্য আসনের হওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের আবু সায়েদ চৌধুরীকে বাতিল ঘোষনা করা হয়। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে বৈধ হয় ৫ জন।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে হলফনামায় তথ্য গোপন ও ভ্যাট বাকি থাকায় জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদির মনোনয়ন বাতিল করা হয় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আবু জাফর তৈয়ব জাহিদকে বাতিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। এরমধ্যে বৈধ হয় ১০ জন প্রার্থী।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন ও শ্যামলেন্দু মোহন রায়কে বাতিল ঘোষনা করা হয়। ঋণ খেলাপির কারণে ন্যাশনাল পিপলস পার্টি রুমি আকরামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা করেন। এরমধ্যে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়।

গাইবান্ধা-৫ আসনে প্রার্থীর জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী এইচ এম এরশাদ, ও হলফনামায় সম্পদ বিবরনীতে আয়কর রিটার্নে মিল না থাকায় ফারজানা রাব্বী বুবলীকে বাতিল ঘোষনা করা হয়। এ আসনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা করেন। এরমধ্যে ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করেন রিটানির্ং কর্মকর্তা।

এর আগে ৩০ নভেম্বর বৃহস্পতিবার গাইবান্ধার পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনীত পাঁচজন, জাতীয় পার্টির পাঁচজন, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৫২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত