মেসির জন্য কষ্ট পাচ্ছেন জাভি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা। তাদের মধ্যে বোঝাপড়া এতোই ভালো ছিল যে, মাঠের মধ্যে একে অপরকে চোখে না দেখেও অবস্থান টের পেয়ে যেতেন নিখুঁতভাবে। যার সুফল অনেকবারই পেয়েছে বার্সেলোনা।
বিশেষ করে জাভির এসিস্টে অনেক গোল করেছেন মেসি। আক্রমণ সাজানোর ক্ষেত্রে দুজনের যুগলবন্দীও হতো দারুণ। কিন্তু সবকিছুই এখন অতীত। ২০১৫ সালে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন জাভি আর চলতি বছর অর্থনৈতিক জটিলতার গ্যাঁড়াকলে পড়ে ক্লাব ছাড়তে বাধ্য হলেন মেসি।
ক্যাম্প ন্যুতে একসঙ্গে খেলার সময়ে সাতটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি ও জাভি। এখন মেসির বার্সেলোনা থেকে বিদায়ের খবরটি একদমই মানতে পারছেন না বার্সেলোনার সাবেক অধিনায়ক জাভি। ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়ের জন্য কষ্ট পাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার।
মেসির পিএসজিতে যোগ দেয়ার খবরের প্রতিক্রিয়ায় দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বার্সা কিংবদন্তি বলেছেন, ‘আমি শুধু অনেক কষ্ট পাচ্ছি মেসির জন্য। সে এবং ক্লাব কোনো সমাধান করতে পারল না- এটা দেখা সত্যিই অনেক কষ্টের। আমি জানি মেসি ক্লাবে থাকতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাধান পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘এখন শুধু একটা কথাই বলতে পারি, আমি তাকে অনেক বেশি মিস করব। মেসির সঙ্গে বার্সা ছাড়া অন্য কোনো জার্সিতে ছবি তোলা আমার জন্য অনেক কঠিন। এটা মেসির জন্যও দুঃখজনক। বিশেষ করে আমি তাকে ক্যাম্প ন্যুতে যতটা আবেগতাড়িত দেখেছি বার্সেলোনার জন্য।’
সেই ২০০৮ সাল থেকে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলেও তার জার্সি নম্বর ১০। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ে মেসিকে দেখা যাবে ৩০ নম্বর জার্সিতে। যা তিনি পরতেন ২০০৩ সালে, বার্সেলোনার হয়ে অভিষেকের সময়।
এমএসএম / এমএসএম
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে