ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কুতুবদিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারী দিয়ে জমি দখলের চেষ্টা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৭-১২-২০২৩ বিকাল ৫:৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একদল নারী দিয়ে জমি দখলে নিতে পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ উঠেছে।  হামলার ঘটনায়  জড়িত দুই নারী খাইরুন্নেছা (২৫) ও নিলু বেগম (৪৫) কে শান্তি ভঙের আশঙ্কায় ঘটনাস্থল থেকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।    এ ঘটনায় ভুক্তভোগীদের ফাঁসাতে উল্টো নাটক সাজানোর চেষ্টা করছে প্রতিপক্ষ।

জানা যায়, দক্ষিণ ধুরুং রমজান আলী মৌলানা বাড়ির দীর্ঘ আশি বছরের ভোগ দখলীয় বিএস-১১৩২, ১৭৪০,১১০,১১৩,১১৫ খতিয়ান ভুক্ত ১০.৩৯ একর লবণ মাঠের জমি হুমায়ুন কবির, ইয়াহিয়া, আবু নছর, আবুল বশর ও আবুল কাইছার গং এর পৈত্রিক সত্ত্ব দখলীয় জমি। দীর্ঘ আশি বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় ভোগ দখলে আছেন। এসব জমির কিছু অংশ বর্গা চাষিদের লাগিয়ত প্রদান করেছেন। বাকি জমিগুলো নিজেরা চাষাবাদ করে আসছেন।

ভূমি অফিসের একটি প্রতিবেদনে দেখা যায়, প্রতিপক্ষ সালা উদ্দিন গং উক্ত খতিয়ানে নিজের অংশ দাবি করলেও স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তদন্তের সময় বারবার অবহিত করার পরও উপস্থিত হয়নি প্রতিপক্ষের কেউ। অথচ হুমায়ুন কবির গংদের যাবতীয় কাগজপত্র রয়েছে এবং দখলে থাকার বিষয়ে স্থানীয়দের মতামতসহ সত্যতার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ভুক্তভোগী হুমায়ুন কবির জানান, উল্লেখিত খতিয়ানে মোট জমির পরিমাণ ১২.২৯শতক।এসব জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছেন। কিন্তু বিগত বছর থেকে সন্ত্রাসীরা কিছু নারীদের প্রলুব্ধ করে আমাদের জমিতে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে।১০.৩৯ জমিতে বিরোধের সৃষ্টি করে  নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখাচ্ছে। সন্ত্রাসীরা মিডিয়ার কিছু ভাইদের ভুল তথ্য দিয়ে নাটক সাজানোর চেষ্টা করছে।

দিদারুল হক বলেন, লেমশীখালীর জহির ও কলিম উল্লার নেতৃত্বে একদল নারী আমাদের দখলীয় লবণ মাঠে কর্মরত লবণ চাষিদের উপর হামলা করে। মামুন, আবু মুছা ও রুবেলকে মারধর করে আহত করেছে। উল্টো বানোয়াট বক্তব্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সঠিক সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। 

সন্ত্রাসীরা আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কিছু উশৃংখল নারীকে ব্যবহার করে আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অনৈতিক হস্তক্ষেপ করছে। এলাকার শান্তি বিনষ্ট করছে। মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের চাষাদের চাষকৃত জমি খনন করে দেয় যেন লবন চাষ করতে না পারে। এখন আমাকে এবং হুমায়ুনকে জানে মারার হুমকি দিচ্ছে।

স্থানীয়রা জানান, গত বুধবার ও বৃহস্পতিবার পৃথক পৃথক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারী হামলাকারীকে ধরে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।

এ ঘটনায় প্রতিপক্ষ বলছে তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তাদের কয়েকজনকে আহত করা হয়েছে। কিন্তু পুলিশ বলছে,কাউকে পেটানো হয়নি। পরিস্থিতি শান্ত করতে ঘটনার সাথে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে না গেলে ওই নারীরা লবণ মাঠে কর্মরত ভুক্তভোগী পরিবারের কামলাদের মেরে ফেলত।

এসআই সুজন দাশ জানান, বশির সিকদার পাড়ায় একদল নারী অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ওই নারীদের শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়। কিন্তু ওই নারীরা পুলিশের ওপর চওড়া হলে সেখানে থাকা নারী পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। 
পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আ'লীগ নেতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এসময় তারা পরবর্তীতে কোন ধরনের বাঁধা সৃষ্টি করবে না মর্মে মুচলেকা দেয় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ঘটনা খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থল থেকে দুই নারী কে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার ঝামেলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ