এমপিও ভুক্ত শিক্ষককে সভাপতির বরখাস্তের নোটিশ ভাইরাল

কক্সবাজারের কুতুবদিয়ায় এক মাদ্রাসা শিক্ষককে বরখাস্তের নোটিশকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। প্রতিষ্ঠানের প্যাডে সভাপতি কর্তৃক দেওয়া ওই নোটিশকে ব্যক্তিগত আক্রোশপ্রসূত মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন অনেকে।চাকরি থেকে বরখাস্তের নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন নেটিজেনের মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। এতে কয়েকটি কমেন্টের জবাব দিতেও দেখা যায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতিকে।
কমেন্টে আবুল কালাম নামের একজন লিখেছেন, এমপিও ভুক্ত হওয়ার পর কোন শিক্ষককে স্থায়ী বহিষ্কার করা যায় না। প্রতিহিংসা পরায়ন হয়ে আইন বহির্ভূত কোন শিক্ষককে বহিষ্কার করলে একদিন কমিটিকে কাড়গড়ায় দাঁড়াতে হবে এটা নিশ্চিত। অবৈধ নিয়োগ বলাটাও অবৈধ। কারণ অবৈধভাবে নিয়োগ পাইলে কখনো এমপিও ভুক্ত হওয়ার কথা নয়।প্যাটার্নের বাইরে নিয়োগ দেওয়াও সম্ভব নয়।
মাঈনুদ্দিন লিখেছেন, কোন শিক্ষককে সাময়িক বহিষ্কার করতে হলে প্রথমে তদন্ত তারপর কারণ দর্শানো নোটিশ দিতে হবে। তারপর আপিল এন্ড আরবিট্রেশন বোর্ডে চূড়ান্ত বহিষ্কারের জন্য আবেদন করতে হয়। তাছাড়া সাময়িক বরখাস্ত হলেও শিক্ষক বিধিমতে অর্ধেক বেতন পাবেন। বিধি বহির্ভূতভাবে কমিটি কোন শিক্ষককে বরখাস্ত করলে বোর্ড চাইলে কমিটি বাতিলসহ কমিটির বিরুদ্ধে বিবিধ ব্যবস্থা নিতে পারে।
কামরুল হাসান নামের একজন লিখেছেন, নোটিশে যা লেখা আছে সেগুলো চাকুরি নিয়োগের সাথে কোন সম্পর্ক নেই। তার দ্বারা বুঝা যাচ্ছে এখানে কোন ষড়যন্ত্র করা হচ্ছে।কামাল হোছাইন লিখেছেন, তদন্ত কমিটি গঠন না করে এবং সভাপতি কর্তৃক সইকৃত পত্রে কোন ধরনের শোকজ ছাড়া কমিটি চাইলে যে কাউকে সরাসরি বরখাস্ত করতে পারে না, এখানে পত্র মোতাবেক সাময়িক বরখাস্ত করা ও যায় না। কারণ সর্তকমুলক কোন নোটিশ প্রদানের উল্লেখ নেই। সাময়িক বরখাস্ত করলে ও কর্মস্থলে ত্যাগ করা যায় না এবং উনাকে হাফ বেতন ভাতা দেওয়ার বিধান আছে। সভাপতি সাহেব ও এক সময়ে শিক্ষক ছিলেন, তাই শিক্ষকের প্রতি এভাবে অবিচার করা ঠিক না।
অনেকেই ওই নোটিশের তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন এতে ক্ষমতার অপব্যবহার স্পষ্ট হয়েছে। ভুক্তভোগী শিক্ষক সকালের সময়কে বলেন, অনিয়মের প্রতিবাদ করায় তিন মাস ধরে কমিটি আমার বেতন ভাতা বন্ধ করে দিয়েছে। আমি বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। নিয়োগ গোপন করে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে না পারায় নানা ধরনের বানোয়াট ও মিথ্যা অভিযোগ এনে আমাকে মাদ্রাসার পাঠদানে বাঁধা প্রদান করছেন প্রতিষ্ঠানের সুপার ও সভাপতি। বরখাস্তের নোটিশ দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করেছেন। নোটিশে উল্লেখিত কারণগুলোর সাথে আমি কোনভাবেই জড়িত ছিলাম না। এমনকি এখনো নেই। মূলত প্রতিষ্ঠানের সুপার ও সভাপতির যোগসাজসে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। সভাপতির আপন ভাতিজীকে সহ-সুপার পদে নিয়োগ দিতে পায়তারা করছেন। একাধিকবার বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিবারই আমি আবেদন করি। প্রতিবারই আমি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করি। কিন্তু অদৃশ্য কারনে কোনবার সহ-সুপার পদে চূড়ান্ত নিয়োগ দেয়নি কমিটি। সর্বশেষ আমাকে বাদ দিয়ে গোপনে নিয়োগ পরীক্ষার নেওয়ার জন্য তড়িঘড়ি করে বিজ্ঞাপন দেয়। আমি আবার আবেদন করি। কিন্তু সুপার ও কমিটি আমার আবেদন গ্রহণ করেনি। মাদ্রাসা সুপার আবেদন নিতে সরাসরি অপারগতা প্রকাশ করেন। বিষয়টি আমি মাদ্রাসা অধিদফতরে অভিযোগ করি। এরপর থেকেই মাদ্রাসা সুপার ও সভাপতি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই বহিষ্কার নোটিশে দেখা যায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরচ ছাফা বি,কম এর স্বাক্ষর।
জানা যায়, তিনি ২০০৯ সাল থেকে একাধারে আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরখাস্তের নোটিশে তিনি লিখেছেন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী নাছির উদ্দীন একজন রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। পদখালী না থাকা সত্বেও বিধিবহির্ভূত ও অকৌশলে সহকারী মৌলভী পদে চাকরি করছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ২০২৩ সালে দেলোয়ার হোছাইন সাঈদীর সাজাকে কেন্দ্র করে জঙ্গি বাহিনী নিয়ে কুতুবদিয়ায় তান্ডব চালিয়েছে। সমাজসেবা অফিস, আদালত ও শিক্ষা ভবনসহ ১০টি সরকারি ভবনে আগুন দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরজা - জানালা ভস্মীভূত করেছেন। ১৯৯১ সালে ভারতে বাবরী মসজিদের ঘটনাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী নিয়ে কুমিরা চড়া হিন্দু পাড়ায় ৩০টি ঘর জ্বালিয়ে দিয়েছেন। ওই শিক্ষকের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মাদ্রাসার সহকারী সুপার পদটি দীর্ঘদিন খালি থাকা সত্বেও নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয় নোটিশে। বরখাস্তের নোটিশে ওই শিক্ষককে প্রশিক্ষিত জঙ্গি ও জামায়াত ক্যাডার উল্লেখ করে বরখাস্তের নোটিশপ্রাপ্তির পর থেকে মাদ্রাসায় যেতে স্পষ্ট বারন করা হয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
