কুতুবদিয়ায় বালি উত্তোলন ও প্যারাবন ধ্বংস করে লবণ চাষ, এসিল্যান্ডের অভিযান

কক্সবাজারের কুতুবদিয়ায় দ্বীপ রক্ষা বেড়িবাঁধের উত্তর পার্শ্বে বালি উত্তোলন ও প্যারাবন ধ্বংস করে সরকারি জমি দখল করে লবণ চাষ করছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়েছে কুতুবদিয়া এসিল্যান্ড। এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
খবর নিয়ে জানা যায়, উত্তর ধুরুং ইউনিয়ের বেড়িবাঁধের উত্তর পাশে বিস্তৃর্ণ ভূমিতে প্যারাবন ছিল। সেখানে বাইন,কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছে ভরপুর ছিল ওই প্যারাবন। উপকূলীয় বনবিভাগ সেই বনে চারাগাছ রোপন করে পরিচর্যা করতো। আর বালিয়াড়ি সৈকতে ছিল প্রচুর ঝাউগাছ।
স্থানীয়রা জানান, গতবছর সেখানে অসংখ্য ঝাউগাছ ও বাইনগাছ ছিল। স্থানীয় কিছু ডাকাত ও প্রভাবশালী চক্র পরিবেশ ধ্বংস করে প্যারাবন দখল করে রেখেছে। সৈকত থেকে বালি উত্তোলন করে ভলগেটের মাধ্যমে পাচার করেছে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানটি কুতুবদিয়া দ্বীপের উত্তর প্রান্তে। বেড়িবাঁধে গাড়ি রেখে কাঁদা পেরিয়ে যেতে হয় সৈকতে। যাওয়ার পথে দেখা মিলে বেড়িবাঁধের নিচ থেকে সাগরের কিনারা পর্যন্ত সব লবণ মাঠ। জমিগুলোতে প্যারাবনের অস্তিত্ব দেখা যায়। সম্পূর্ণ নির্মূল করার পরেও কিছু গাছ লবণ মাঠের মাঝে মাঝে রয়ে গেছে। সেখানে রয়েছে বিশাল একটা মাছের প্রজেক্ট । প্রভাবশালীরা সেগুলো দখল করে আছে বলে জানান স্থানীয়রা। জমিগুলোও তাদের কাছে থেকে চড়া দামে বর্গা নিয়ে চাষ করতে হয় চাষিদের। আরও কিছু দুর যেতেই দেখা যায় নান্দনিক সৌন্দর্যের বালিয়াড়ি সৈকত। সৈকতে দাঁড়িয়ে আছে সারিসারি কিছু ঝাউগাছ। সেখানে পা রাখতেই বুঝতে পারি সেগুলোর কান্না। দুষ্কৃতকারীদের দা'য়ের কোপে ক্ষতবিক্ষত ঝাউবন। আগামী বছর পর্যন্ত বাকি গাছগুলো থাকবে কিনা সন্দেহ। বালির স্তুপ দেখা যায় সেখানে। বালির স্তুপের নিচ ধরে সাগর দখল করে লবণ মাঠ তৈরির দৃশ্যটি দেখে অবাক হতে হয়। পরিবেশ প্রতিবেশ বিপন্ন করে দুষ্কৃতকারীরা সমাজের প্রভাবশালী।
অভিযানের বিষয়ে কুতুবদিয়া এসিল্যান্ড বলেন, উত্তর ধুরুং সৈকতের বালি উত্তোলন করে বিক্রি ও প্যারাবন ধ্বংস করে লবণ মাঠ তৈরির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ৩ শ্রমিককে আটক করা হয়েছে। এতে জড়িত প্রকৃত লবণ চাষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন
