ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধ শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পরিদর্শনে ঢাকা পুলিশ সুপার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৬:৩

মঙ্গলবার ১২ ডিসেম্বর মহান বিজয় দিবস(১৬ই ডিসেম্বর) উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম) সরোজমিনে পরিদর্শনে আসেন। এই  উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। তার আগে প্রস্তুতিমূলক এই পরিদর্শনের উদ্দোশ্য বলে জানান। আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, সাধারন জনগন এবং যাদের প্রত্যক্ষ ভুমিকাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করে বিজয় অর্জিত হয়েছিল।  তাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য সুযোগ করে দেয়ার ক্ষেত্রে প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা বিষয়ক পরিদর্শনে জেলা পুলিশের অন্যান্য কর্মদের মধ্যে সদ্য পদায়ন পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাশিদ, আশুলিয়া,ধামরাই থানার কর্মকর্তাসহ ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, নবাগত আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবুল হাসানসহ বিভিন্ন সংস্হার কর্মকর্তা উপস্হিত ছিলেন।  

এদিকে ভিআইপি যাতায়াতের কারণে ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হবে। এই দিন উপলক্ষে আইন শৃংখলা বাহিনীর ছাড়াও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। 

সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মহাসড়ক ছেড়ে দেওয়া হয় এবং সকলের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। তাহলে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে প্রবেশ করতে পারবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
এই দিনে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবে বিভিন্ন
রাজনীতিবিদ, কূটনীতিক, সমাজকর্মী, সরকারি-বেসরকারি চাকুরে, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশে দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বর নানা সাজে সাজানো হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রতিটি ইট ঘষে-মেজে ব্যবহার করা হয়েছে খয়েরি ও সাদা রং। আর আলোকসজ্জা করা হয়েছে সৌধ চত্বর এলাকায়। পানি পাল্টিয়ে নতুন করে পানি দিয়ে ভরে ফেলা হয়েছে কৃত্রিম হৃদটি। এলাকার আকর্ষণ বাড়াতে প্রস্তুত রাখা হয়েছে পানির ফোয়ারাটিও।

আমরা আত্মমর্যাদাশীল যেই বাংলাদেশে বাস করি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ প্রস্ততিমুলক যাত্রা বলে অভিমত ব্যক্ত করেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। 

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশী-বিদেশী কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ প্রস্তুত মাসজুড়ে প্রস্তুত করেছি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উম্মুক্ত করা হবে। লাখো জনতার শ্রদ্ধার ফুলে ভরে যাবে শহীদ বেদী।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান