কোতোয়ালী থানা পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য উদ্ধার গ্রেফতার- ১

কোতোয়ালী থানা ডিএমপি ঢাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং জড়িত থাকার অপরাধে একজন ব্যবসায়ী গ্রেফতার।
আসন্ন থার্টি ফাস্ট নাইট, বড়দিন এবং নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক রাখার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন এর তত্বাবধানে
গত এক সপ্তাহ ধরে কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী জোন জনাব শাহিনুর ইসলাম, অফিসার ইনচার্জ কোতয়ালী থানা মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসান, কোতয়ালী থানা এসআই সাব্বির হোসেন ও সংগীয় অফিসার ফোর্স কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কোতয়ালী থানাধীন দিপা ইলেকট্রিক হাউজ ১৩ নং রমাকান্ত নন্দী লেন এর সামনে পাকা রাস্তার উপর হতে ২০ (বিশ) কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) যাহার মোট মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা উদ্ধার সহ একজন অবৈধ বিস্ফোরক দ্রব্য ব্যবসায়ী ১। বিকাশ চন্দ্র সিগ্ধা @ জটা (৩৭), পিতা-মৃত মরন চন্দ্র সিগ্ধা, মাতা-মৃত মাখনী চন্দ্র সিগ্ধা ,স্থায়ী ঠিকানা গ্রাম- শাঁখারীবাজার (শাঁখারী বাজার এলাকায় ভাসমান), থানা- কোতয়ালী, জেলা –ঢাকাকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় আসন্ন থার্টি ফাস্ট নাইট, বড়দিন কেন্দ্র করে ঢাকা মহানগরীর আইনশৃংখলা পরিস্থিতি অবনতি সহ মানুষের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে সে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় উক্ত অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় অবৈধ বিস্ফোরক দ্রব্য ভারত হতে বিভিন্ন পথে ঢাকায় আসে এবং সেগুলো ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় খুচরা ভাবে বিক্রি হয়। উদ্ধারকৃত উল্লেখিত বিস্ফোরক সংক্রান্তে এসআই (নিরস্ত্র) সাব্বির হোসেন, কোতয়ালী থানা, ডিএমপি -ঢাকা,বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দ্বায়ের করিলে কোতয়ালী থানার মামলা
নং- ১৩, তারিখ- ১৮/১২/২০২৩ খ্রিঃ ধারা- 4(b) The Explosive Substances Act, 1908; রুজু করা হয়।
এছাড়া, আসন্ন থার্টি ফাস্ট নাইট, বড়দিন এবং নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক রাখার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় জনাব মোঃ জাফর হোসেন উপ-পুলিশ কমিশনার, লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা ইং ১৮/১২/২০৩ খ্রিঃ ডিসি লালবাগ কার্যালয়ে চকবাজারস্থ জরি ব্যবসায়ী সমিতি এবং খুচরা বার্থডে আইটেম বিক্রয়কারী দোকানীদের সংগে এক মতবিনিময় সভা করেন। উক্ত সভায় ব্যবসায়ীরা জানান বর্তমানে চকবাজারে পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পটকা,আতশবাজি এবং ফানুস বিক্রয় বন্ধ রয়েছে। তারা আরো তথ্য দেন যে, অবৈধ বিস্ফোরক দ্রব্য ভারত হতে বিভিন্ন পথে কুমিল্লা, বগুড়া চুড়িপট্টি হয়ে বিভিন্ন মাধ্যমে ঢাকায় আসে এবং সেগুলো ঢাকার কেরানীগঞ্জ সহ মহানগরীর মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ী, ওয়ারী, পল্লবী সহ আরো বিভিন্ন এলাকায় খুচরা ভাবে বিক্রি হয়। তারা আরো জানায় এখন কিছু বিক্রেতা অনলাইনের মাধ্যমে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা উপ-পুলিশ কমিশনার লালবাগ বিভাগ ডিএমপি ঢাকা মহোদয়ের কাছে আরো অঙ্গীকার করেন, ভবিষ্যতে এই ধরনের জিনিস ক্রয় বিক্রয় হতে তারা দুরে থাকবেন এবং পুলিশকে গোপনে তথ্য দিয়ে সহায়তা করবেন। তারা মত প্রকাশ করেন যে, বিক্রয় বন্ধে লালবাগ বিভাগের কঠোর নজরদারি রয়েছে, কঠোর নজরদারির কারনে বিস্ফোরক বিক্রয় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার চকবাজার জোন জনাব মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে ওসি চকবাজার জনাব কাজী শাহীদুজ্জামান ও থানার অন্যান্য অফিসার ফোর্স সহ চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কোন ধরনের পটকা আতশবাজি এবং ফানুস পাওয়া যায়নি।
এর আগে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়। সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
