ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দৌলতপুরের উন্নয়নের রূপকার সরওয়ার জাহান বাদশাহ্


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ১:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের দূর্বার গতিতে এগিয়ে নিচ্ছে। সমগ্র দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ আওমায়ী লীগ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি  আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ দৌলতপুরে ব্যাপক উন্নয়নের কাজ করে চলেছেন। এই উপজেলায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সময় যে উন্নয়ন হয়েছে তার বিন্দু মাত্র উন্নয়ন মূলক কাজ বিগত কোন সরকারের আমলে হয়নি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা ঘাট সংস্কার ও নির্মাণ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ, মন্দির নির্মাণ ও সংস্কার, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন  উন্নয়নের রূপকার আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্ । তিনি শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে বিরামহীন ভাবে কাজ করে চলেছেন।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি সংসদ সদস্য হয়ে দৌলতপুরে 
১.চিলমারী ও রামকৃষপুর ইউ‌নিয়‌নে বিদ‌্যুতায়ন, ২.চিলমারী ও রামকৃষপুর ইউ‌নিয়‌নে নতুন রাস্তা নির্মাণ, ৩.রামকৃষনোপুর ইউ‌নিয়‌নের ৫৬০ মিটার সং‌যোগ সেতু নির্মা‌ণের সমীক্ষা, ৪. হো‌সেনাবাদ ভো‌কেশনা‌লে ৫ তলা ভবন নির্মাণ, ৫.তারাগু‌নিয়া ও হো‌সেনাবাদ বাজার বৃ‌দ্ধি ক‌রে ড্রেন ও রাস্তা প্রসার করা, ৬.থানার মোড় থে‌কে কাতলামারী পর্যন্ত রাস্তার প্রসস্ত করা, ৭.টেক‌নিক‌্যাল টে‌নিং এর বি‌ল্ডিং এর জন‌্য যায়গা নির্ধারণ করা, ৮.উপ‌জেলা ফায়ার স্টেস‌নের জন‌্য যায়গা নির্ধারণ ক‌রে জ‌মি রে‌জি‌স্টেশন শেষ হ‌য়ে‌ছে এখন ড্রয়িং ও ডিজাই‌নের কাজ চলমান, ৯.খ‌লিশাকু‌ন্ডি বেঙ্গলঘাট ব্রিজের কাজ চলমান য‌া স্থানীয় জনগ‌নের ত্রিশ বছ‌রের দা‌বি, ১০.মাননীয় সংসদ সদস্যের সময় ১৫ টি শিক্ষা প‌্রতিষ্ঠান এম‌পিও ভুক্ত করণ, ১১.প্রায় ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠা‌নে ভবন নির্মাণ
,১২.চ‌ল্লিশ‌টি শিক্ষাপ্রতিষ্ঠা‌নের মেরামত বাবদ বরাদ্দ চ‌ল্লিশ‌টি শিক্ষাপ্রতিষ্ঠা‌নে শেখ রা‌সেল ডিজিটাল ল‌্যাব নির্মাণ হ‌বে যার ম‌ধ্যে ২৫ টির কাজ চলমান, ১৩.দৌলতপুর উপ‌জেলা কম‌প্লে‌ক্সে উদ্বোধন আগামী মা‌সে হ‌বে ইনশাআল্লাহ, ১৪.দৌলতপুর সাব‌রে‌জি‌স্টি অ‌ফি‌সের দুর্নী‌তি দুর কর‌তে অগ্রনী ভু‌মিকা পালন, ১৫.ম‌রিচা ইউ‌নিয়‌ন ও চিলমারী ইউ‌নিয়‌নের ভাঙ্গন রো‌ধের জন‌্য জরুরী ভি‌ত্তি‌তে জিও ব‌্যাগ ফেলা, ১৬.দৌলতপুর উপ‌জেলার সাধারণ জনগ‌নের চি‌কিৎসার মান বৃ‌দ্ধি কর‌তে দৌলতপুর হাসপাতা‌লে একসা‌থে ১৯ জন চি‌কিৎস‌কের পো‌স্টিং করা‌নো, ১৭.নির‌বিচ্ছিন্ন বিদ‌্যু‌তের জন‌্য ডাংমড়কায় নতুন সাব স্টেসন নির্মাণ, ১৮. ম‌হিষকু‌ন্ডি বাজার থে‌কে জু‌নিয়াদহ বাজার পর্যন্ত ২২ কিঃমিঃ রাস্তার মেরামত
১৯. দৌলতপুর উপ‌জেলায় ৭০ কিঃমিঃ নতুন রাস্তা ও ২৫০ কিঃ‌মিঃ রাস্তার মেরামত করা হ‌য়ে‌ছে ।
 
এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির মাদরাসা, ঈদগাহ ও কবর স্থানে ব্যাপক অনুদান প্রদানের মাধ্যমে তিনি উপজেলাবাসীর কাছে দৌলতপুর রুপকার হিসাবে নিজের অবস্থান করে মাদক ও সন্ত্রাসমুক্ত করে যাচ্ছি এবং প্রতিটি ইউনিয়ন আধুনিক রূপান্তরিত করার জন্য ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আসন্ন ৭ জানুয়ারি  সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে রাত-দিন পথে ঘাটে, পাড়া, মহল্লা, হাট বাজারে ও চায়ের দোকানে চলে নির্বাচনী মতবিনিময় ও প্রচার-প্রচারণা।  তবে এলাকায় উন্নয়নে সাধারণ ভোটারদের মতামত নিয়ে চলে নানা প্রতিক্রিয়া এনিয়ে অনেকের কাছে আসন্ন নির্বাচনে  জনপ্রিয়তার শীর্ষে আছেন আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্।
 
আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলাবাসি নৌকা প্রতিকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে। আমি আমার উপজেলায় মাদকমুক্ত আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি এজন্য অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব কাছ থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধানে করে যাচ্ছি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা করে যাচ্ছি। দীর্ঘদিন যাবত রাজনীতি করে এলাকায় সাধারণ মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। করোনা কালিন সময়ে সরকারি বরাদ্বের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে সাহায্য সহযোগিতা করেছি। দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহী বিশ্বাস মনে করেন সব সময় কাছে পাবার জন্য এমন একজন জনবান্ধব নেতা দৌলতপুর বাসির বড় পাওয়া।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা