খুলনার বিপনী বিতানে শীত বস্ত্রের সমারোহ

খুলনা নগরীর মার্কেটে বিপনী বিতানে কদর পেয়েছে শীতবস্ত্র। বস্ত্র বিতান গুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের আগমন। গত বছরের তুলনায় এ বছর ব্যবসা সফল হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মহানগরীর ডাকবাংলা মার্কেটের ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে ক্রেতাদের ভিড় বেড়েছে। খুলনার নিক্সন মার্কেটের কাপড়ের দোকানগুলোতে হরেক রকমের শীতের পোষাক দেখলেও ক্রেতাদের ভীর তেমন একটি নজরে আসেনি। অন্যদিকে, খুলনা নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন ফুটপথের শীত বস্ত্রের দোকান গুলোতে শীতের বস্ত্র বিক্রি বেড়েছে। হালকা শীত বেড়ে যাওয়ায় গরম পোষাক বেচা-কেনা বেড়েছে বলে বলছেন দোকানীরা।
ক্রেতা মেহেদী হাসান বলেন, ফুটপথের পুরাতন কাপড়ের দোকান গুলোতে মাঝে মধ্যে ভাল মানের পোশাক পাওয়া যায়। তাই এ সব দোকানগুলোতে মধ্যবিত্ত ও ধনীদের আনাগোনা দেখা যাচ্ছে। শীতের শুরু কেবল। নিক্সন মার্কেটের বিপনী বিতানগুলোতে দেখা যায়, এসব দোকানে শীতের জ্যাকেট, সুয়েটার, কোর্ট, মাফলার, গেঞ্জী, মোজা ও মেয়েদের বিভিন্ন ডিজাইনের গরম কাপড়ের পরসা সাঁজিনো রয়েছে। তাছাড়া ভ্রাম্যমান ভ্যানে করে ১০০-১৫০ টাকা দরে বাচ্চাদের বিভিন্ন রকম শীত সামগ্রীও বিক্রি হচ্ছে। অন্য এক ক্রেতা জুলফিকার জানান, ভ্রাম্যমান বিক্রয়কারীদের কাছেও অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। তাদের দোকান ভাড়া দেয়া লাগে না বলে দাম একটু কম রাখতে পারেন বলে তার ধারনা। ভ্রাম্যমান বিক্রেতা খায়রুল জানান, এ বছর ব্যবসা ভালো হবে বলে তিনি আশা করছেন। শীতের শুরুতে এবং মধ্যম অবস্থায় বেচা-কেনা ভালো হয় বলে তিনি জানান। দুপুরের পর থেকে ক্রেতাদের চাপ বাড়ে প্রতিদিন। অন্য একজন বিক্রেতা খোরশেদ জানান, ঢাকার সাথে যোগাযোগ সহজতর হওয়ায় শীতের কাপড়ে নতুনত্ব এসেছে। মানুষও নতুন ডিজাইনের কাপড়-চোপড় পাচ্ছেন। নিক্সন মার্কেটের বিক্রেতা মামুন জানান, হরেক-রকমের শীতের জ্যাকেট, সোয়েটার সাজানো হয়েছে। তবে আশানুরুপ ক্রেতা আসছে না। সকালে এবং দুপুরে মাঝে মধ্যে একটু ক্রেতা চাপ থাকে। খুলনা শপিং মলের বিক্রেতা আজাদ শেখ বলেন, এ বছর নতুন জ্যাকেট কালেকশন দোকানে তোলা হয়েছে। শীতের আমেজ বাড়লে বিক্রয় বাড়বে বলে তিনি আশা করেন। পিকচ্যার প্যালেস মোড়ের পোষাক বিক্রেতা বলছেন, তার দোকানে সোয়েটারের তুলনায় ফুল হাতা গেঞ্জির বিক্রয় বেড়েছে। এজন্য তিনি নতুন নতুন গেঞ্জি সাজিয়েছেন বলে জানান। জ্যাকেটের দোকানে আসা শিক্ষার্থী আশিক বলেন, শীত এখনো অনেক অনুভূত হচ্ছে না। তবে মার্কেট ঘুরে জ্যাকেট-সোয়েটারের কালেকশান দেখছি। গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
