ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

খুলনার বিপনী বিতানে শীত বস্ত্রের সমারোহ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ১২:১৮

খুলনা নগরীর মার্কেটে বিপনী বিতানে কদর পেয়েছে শীতবস্ত্র। বস্ত্র বিতান গুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের আগমন। গত বছরের তুলনায় এ বছর ব্যবসা সফল হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।  মহানগরীর ডাকবাংলা মার্কেটের ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে ক্রেতাদের ভিড় বেড়েছে। খুলনার নিক্সন মার্কেটের কাপড়ের দোকানগুলোতে হরেক রকমের শীতের পোষাক দেখলেও ক্রেতাদের ভীর তেমন একটি নজরে আসেনি। অন্যদিকে, খুলনা নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন ফুটপথের শীত বস্ত্রের দোকান গুলোতে শীতের বস্ত্র বিক্রি বেড়েছে। হালকা শীত বেড়ে যাওয়ায় গরম পোষাক বেচা-কেনা বেড়েছে বলে বলছেন দোকানীরা।  
ক্রেতা মেহেদী হাসান বলেন, ফুটপথের পুরাতন কাপড়ের দোকান গুলোতে মাঝে মধ্যে ভাল মানের পোশাক পাওয়া যায়। তাই এ সব দোকানগুলোতে মধ্যবিত্ত ও ধনীদের আনাগোনা দেখা যাচ্ছে। শীতের শুরু কেবল। নিক্সন মার্কেটের বিপনী বিতানগুলোতে দেখা যায়, এসব দোকানে শীতের জ্যাকেট, সুয়েটার, কোর্ট, মাফলার, গেঞ্জী, মোজা ও মেয়েদের বিভিন্ন ডিজাইনের গরম কাপড়ের পরসা সাঁজিনো রয়েছে। তাছাড়া ভ্রাম্যমান ভ্যানে করে ১০০-১৫০ টাকা দরে  বাচ্চাদের বিভিন্ন রকম শীত সামগ্রীও বিক্রি হচ্ছে। অন্য এক ক্রেতা জুলফিকার জানান, ভ্রাম্যমান বিক্রয়কারীদের কাছেও অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। তাদের দোকান ভাড়া দেয়া লাগে না বলে দাম একটু কম রাখতে পারেন বলে তার ধারনা। ভ্রাম্যমান বিক্রেতা খায়রুল জানান, এ বছর ব্যবসা ভালো হবে বলে তিনি আশা করছেন। শীতের শুরুতে এবং মধ্যম অবস্থায় বেচা-কেনা ভালো হয় বলে তিনি জানান। দুপুরের পর থেকে ক্রেতাদের চাপ বাড়ে প্রতিদিন। অন্য একজন বিক্রেতা খোরশেদ জানান, ঢাকার সাথে যোগাযোগ সহজতর হওয়ায় শীতের কাপড়ে নতুনত্ব  এসেছে। মানুষও নতুন ডিজাইনের কাপড়-চোপড় পাচ্ছেন। নিক্সন মার্কেটের বিক্রেতা মামুন জানান, হরেক-রকমের শীতের জ্যাকেট, সোয়েটার সাজানো হয়েছে। তবে আশানুরুপ ক্রেতা আসছে না। সকালে এবং দুপুরে মাঝে মধ্যে একটু ক্রেতা চাপ থাকে। খুলনা শপিং মলের বিক্রেতা আজাদ শেখ বলেন, এ বছর নতুন জ্যাকেট কালেকশন দোকানে তোলা হয়েছে। শীতের আমেজ বাড়লে বিক্রয় বাড়বে বলে তিনি আশা করেন। পিকচ্যার প্যালেস মোড়ের পোষাক বিক্রেতা বলছেন, তার দোকানে সোয়েটারের তুলনায় ফুল হাতা গেঞ্জির বিক্রয় বেড়েছে। এজন্য তিনি নতুন নতুন গেঞ্জি সাজিয়েছেন বলে জানান। জ্যাকেটের  দোকানে আসা শিক্ষার্থী আশিক বলেন, শীত এখনো অনেক অনুভূত হচ্ছে না। তবে মার্কেট ঘুরে জ্যাকেট-সোয়েটারের কালেকশান দেখছি। গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা