ঢাকা-১৯ আসনে আওয়ামলীগের ভিতর কোন্দল প্রকাশ্যে রূপ নিচ্ছে

আওয়ামী লীগের (নৌকা) প্রতীক মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন (ডামি) স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী। এছাড়াও নির্বাচনী প্রচারনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হওয়ায় আওয়ামী লীগে কোন্দল বাড়ছে।
গত বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বটতলা এলাকায়, (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রচারনা সভায় (ঈগল) প্রতীকের প্রার্থীর পক্ষে জনগণের উদ্দেশ্য বক্তব্য দেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার।
সেসময় তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি, বর্তমান উপজেলা কমিটিতে আমাকে সদস্য পদেও রাখা হই নাই। বর্তমান কমিটিতে যারা আছে, তারা দলীয় ক্ষমতা ব্যাবহার করে চাঁন্দাবাজি, ধান্দাবাজি করে লুটেপুটে খাচ্ছে। একক জন শত শত কোটি অবৈধ টাকার মালিক ও হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, ডাঃ এনামুর রহমান কে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বর্তমান সংসদ সদস্য তিনি একজন হিজড়া, আমরা হিজড়া সংসদ সদস্যকে আর চাইনা। পর পর দুইবার বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও শত শত কোটি অবৈধ টাকা ও ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই আওয়ামী লীগ নেতা আরোও বলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ট্রাক) প্রতীকের আরেক সংসদ সদস্য পদপ্রার্থী, মুহাম্মদ সাইফুল ইসলাম, তিনি ৬বছর একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে শত শত কোটি অবৈধ টাকার মালিক হয়েছে তিনি। তাচ্ছিল্য করে আরোও বলেন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনিও এমপি পদে নির্বাচন করবে।
আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থীর পাশাপাশি (ডামি) প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে দলের অন্যান্য নেতা কর্মীরা, এই সিদ্ধান্তের পর ঢাকা-১৯ আসন থেকে নির্বাচনে অংশ গ্রহন করেন আওয়ামী লীগের হেভিওয়েট তিন জন নেতা। তারা হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য, ডাঃ এনামুর রহমান (নৌকা) প্রতীক। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রতীক থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র থেকে (ঈগল) প্রতীক। ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ধামসোনা ইউনিয়ন পরিষদের পদত্যাগকৃত চেয়ারম্যান, মুহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র ডেকে (ট্রাক) প্রতীক।
আওয়ামী লীগের এই হেভিওয়েট ৩ নেতা নির্বাচনে অংশ গ্রহন করায় (সাভার -আশুলিয়া) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩ দলে বিভক্ত হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ এনামুর রহমান এর পক্ষে বেশ কিছু সংখ্যক দলীয় নেতা কর্মী থাকলেও, ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সাথে রয়েছে, আশুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান, হাজী মোঃ শাহাব উদ্দিন মাতবর, সাভার সদর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান মোঃ সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন সহ সাভার আশুলিয়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর পক্ষে কাজ করছে, পাথালিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।
প্রসঙ্গত গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ডাঃ এনামুর রহমান কে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের কারনে, দলের অভ্যান্তরে কোন্দল সৃষ্টি হচ্ছে বলে মনে করছে সাভার উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা।
ঢাকা-১৯ আসন সাভার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনটিতে সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৩ জন। আসনটিতে সর্বমোট ভোট কেন্দ্র ২৯২ টি ও ভোটকক্ষ ১,৭০৫ টি।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
