লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুরের ঘটনায় এমপি’র পিএ’কে তলব
লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের গাড়ী বহরে হামলা, গাড়ী ও অফিস ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগের প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তাকে তলব করেছে আদালত। শনিবার যুগ্ন জেলা ও দায়রা জজের কার্যালয়ে হাজির হওয়ার নিদের্শ দেয়া হয়েছে।
লালমনিরহাট নিবাচর্নী অনুসন্ধান কমিটি’র চেয়ারম্যান, যুগ্ন জেলা ও দায়রা জজ এরশাদ আলী স্বাক্ষরিত শুক্রবার এক পত্রে এ তথ্য জানা যায়।
লালমনিরহাট -১ আসনে আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি-র ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের গাড়ী বহরে হামলা চালায় ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় গাড়ী ও অফিস ভাংচুর করা হয় এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের।
তবে স্থানীয় আওয়ামীলীগের দাবী, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে ।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, আওয়ামীলীরে অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিও আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামীলীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাঁধা দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহামান প্রধান ও তার সফরসঙ্গীদের উপর হামলাসহ গাড়ী ও অফিস ভাংচুর করা হয়।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান গণসংযোগ বাঁধা, গাড়ী ও অফিস ভাংচুরসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তার দাবী, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে। স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলায় স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২জন আহত হয়েছে। ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, এ ঘটনায় ইতোমধ্যে ওই ইউ-পি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Link Copied