ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিস্তর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ১:৩৫

যশোরের অভয়নগর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তর্ণ ফসলের মাঠ এখন হলুদের ঢেউ।সরিষার এই ফলন কৃষকের চাখমুখে আনন্দের আভা ফুটে উঠেছপ।চাষিরা বলছেন,আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।কৃৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকুলে আবহাওয়া আর যথাযথ পরিচর্চার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে সরিষা তালা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।উপজেলায় ২ হাজার১শ” ১০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলা হচ্ছে উচ্চফলনশীল বিনা সরিষা ৪, বিনা-৯,বিনা-১১,সরিষা বারী-৯,বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮,বুলেট, টরি-৭ ও পাঞ্জাবজটা জাতের সরিষা। উপজেলার বাঘুটিয়া, শ্রীধরপুর, ধোপাদী, সিরাজকাটি ও প্রেমবাগ এলাকায় সরোজমিনে দেখা যায়, ফসলের মাঠগুলা সরিষা ফুলের হলুদ রঙ অপরুপে শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দিগন্তজোড়া মাঠে কেবল হলুদের আধিক্য। যতদুর চোখ যায় কেবল হলুদের সমারহে চোখ পড়ে। চোখ জোড়ানো নয়নাভিরাম এ দশ্যভ্রম হতে পারে যে প্রকৃতির গায়ে যেনহলুদ চাদোরে জড়িয়ে দিয়েছে কেউ। গত কয়েকবছর করোনার প্রাদুর্ভাব, প্রতিকূলে আবহাওয়াও প্রাকৃতিক দূর্যোগ নাস্তানাবুদ কৃষকরা এবার যেন দুরাশার মেঘ সরিয়ে চোখে মুখে হাসি ফুঁটিয়েছে। জানা গেছে, এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। সেই সাথে আশায় বুক বেঁধেছেন চাষীরা। অনুকুল আবহাওয়া, কৃষি বিভাগের প্রণাদনা ও তদারকি এবং কৃষকদের চেষ্টায় এবার উপজেলায় সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দিগন্ত জুড়ে সরিষা ফুলের হাসির সাথে কৃষকের হাসি যেন একাকার হয়ে আছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রপ জানাগেছে, চলতি মৌসুমে এ উপজেলার ২হাজার ৫০হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছিল। যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করছেন চাষীরা। যা ইতিপূর্বেও সকল রেকর্ড ভেঙ্গে করছে। এদিকে কৃষি সম্প্রসারন অফিস সূত্র আরও জানিয়েছে,চলতি মৌসুমে উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১শ’ ১০মেট্টিক টন। উপজেলার সবুজবাগ গ্রামের সরিষা চাষী কামাল হাসন জানান, এবার সরকারী সাহায্য সহযোগিতায় ৩ বিঘা জমিতে সরিষা চাষ করছন। আশা করছন এবার বাম্পার ফলন পাবেন। সিরাজকাটি গ্রামের সরিষা চাষী মোজাফফার হাসান বলেন, গতবছরের তুলনায় এবার ফলন অনেক বেশি। দামটাও ভালো পাওয়া যাবে বলপ প্রত্যাশা তার। নজরুল ইসলাম মল্লিক বলেন, সবিন তেল আমাদেরকে আমদানী করতে হয়।আমদানী র্নিভরশীল না হয় দেশে খাদ্য তেল সরিষা রোপন করলে আমাদের চাহিদা মিটবে। ব্লাক সুপারভাইজার দিপক কুমার পাল বলেন,গত মৌসুমে এ ব্লক ২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। এবার বাড়িয়ে ৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। চাষীরা এখন সরিষা চাষে ঝুকছেন। এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ উপজেলায় গত বছর আবাদী জমি ছিল ১২ শ’ হেক্টর। সেখানে এবার চলতি বছরে আবাদী এরিয়া দাঁড়িয়েছে ২হাজার ১শ’১০ হেক্টর। বারী সরিষা যে জাত আছে। সেটাতে তালের পার্সেন্ট বেশি। এই বারী সরিষা জাতটি কৃষকরা রোপন করছেন বেশি। বিগত বছর ছিল ৬শ’৮৫ হেক্টর। বর্তমান দাড়িঁয়েছে ১৫শ’৭০ হেক্টর। ভোজ্য তলর আমদানী র্নিভরতা কমাতে সরকারী প্রেরনার আওতায় কৃষকদেরকে বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করা হয়ছে।তেলজাত উৎপাদন আমরা দ্বিগুন করবো। ফলে এবার অভয়নগরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার রেকর্ড আবাদ হয়ছে। ফলনও রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান