গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবে ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষা নিয়ে গর্ব দেশ, "শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় পহেলা জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু বিশ্বজিৎ রায়, চেয়ারম্যান ডাকুয়া ইউনিয়ন পরিষদ।
মোঃ আব্দুল রাজ্জাক গাজী ফেইথ ফ্যাশন লিঃ এর চেয়ারম্যান। দিলীপ নারায়ন ভূঁইয়া, সভাপতি আটখালী মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সমিত কুমার দত্ত মলয়, প্রধান শিক্ষক আটখালী মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এবং শিক্ষার্থীরা নতুন বই ও শীত বস্ত্র পেয়ে আনন্দে মেতে ওঠেন এবং শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নতুন বই পেয়ে আমরা খুব আনন্দ বোধ করছি। এবং আমাদের মাঝে নতুন করে আরো একটি আনন্দ যোগ হয়েছে শীতবস্ত্র। আমাদের বিদ্যালয় অনেক দরিদ্র শিক্ষার্থীরা রয়েছে যারা শীতবস্ত্র পরিধান করতে পারে না আর্থিক সংকটের কারণে কিন্তু সেই অভাবটি পূরণ করেছেন ফেইথ ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান,মোঃ আব্দুল রাজ্জাক গাজী। আমরা সকল শিক্ষার্থীরা এই দানবীর রাজ্জাক গাজীর জন্য দোয়া করব তিনি যেন এমন মহৎ কাজ সব সময় করে যেতে পারেন।
স্কুলের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় বলেন, শিক্ষার্থী সহ আমরা সকল শিক্ষক ও শিক্ষিকারা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পেরে। এবং রাজ্জাক গাজীকে ধন্যবাদ জানাই তিনি আমাদের বিদ্যালয় প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন জাহাঙ্গীর গাজীর এ সহযোগিতা যেন অব্যাহত থাকে।
বিশেষ অতিথি ফেইথ ফ্যাশন লিঃ এর চেয়ারম্যান মোঃ রাজ্জাক গাজী বলেন, আমার এই কোম্পানি প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এ বছর আমি আমার নিজ জন্মভূমি গলাচিপার আটখালী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। আমার এ অনুদান আমার নিজ জন্মভূমির জন্য সব সময় অব্যাহত থাকবে আগামীতেও আমি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব।
এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
