ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১৯ আসনে নৌকার পক্ষে সক্রিয়তায় মহিলা নেত্রীরাও সরব


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ১২:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন ৭ই জানুয়ারী, বাকি আর মাত্র ১২ দিন। সারাদেশে ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। 

তারই ধারাবাহিকতায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রিমূখী নির্বাচনী প্রাচারনায় ব্যস্ত। আসনটিতে আওয়ামী লীগের ৩ জন হেভিওয়েট নেতা সহ মোট ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

তার হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান সাংসদ ডাঃ মোঃ এনামুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের প্রার্থী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। 

আওয়ামী লীগের এই হেভিওয়েট ৩ নেতা নির্বাচনে অংশ গ্রহন করায়, দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে (সাভার-আশুলিয়া) উপজেলা ও থানা শাখার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩ দলে বিভক্ত হয়েছে কাজ করছে।

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে রয়েছে, দলের সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব ও সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গনিসহ উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা সক্রিয় ভূমিকায় দলীয় প্রার্থীর পক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটারদের মাঝে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জি এস মিজান। এছাড়াও রয়েছে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক সেলিম মন্ডল, ঢাকা জেলা ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী। 
নির্বাচনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমানতালে নির্বাচন মাঠে সরব আছে মহিলা নেত্রীরা এক অংশ ডাঃ এনামুর রহমানের সহধর্মনী ডাঃ ফরিদা হক নেতৃত্বে সক্রিয় ভুমিকাতে বিভিন্ন ওয়ার্ড মহল্লায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন সাভার পৌর মহিলা আওয়ামলীগের সভাপতি ঝরনা আক্তার, রেখা বেগম, সহসভাপতি জননেত্রী শেখ হাসিনা পরিষদ (ঢাকা মহানগর উত্তর), ঝরনা খাতুন যুগ্ম সাধারন সম্পাদক সাভার উপজেলা মহিলা আওয়ামলীগ, নাসিমা খাতুন সাধারন সম্পাদক ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামলীগসহ বিভিন্ন পদধারী নারী নেত্রীরা নৌকার পক্ষে সক্রিয় ভুমিকাতে আছেন। 
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর পক্ষে রয়েছে, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন মাতবর, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সোহেল রানা, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মোঃ সাইদুর রহমান সুজন, ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন দয়াল সহ সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর পক্ষে রয়েছে, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ পারভেজ দেওয়ান। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী।  

আসনটিতে বিজয়ের চুড়ান্ত লড়াইয়ে নিজেদের অবস্থান জনান দিচ্ছে সকলেই। উৎসব মূখর পরিবেশে প্রচার-প্রচারনা চালাচ্ছে প্রার্থীরা, এখনো পর্যন্ত কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি আসনটিতে।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি