ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে নির্বাচনী উৎসবের আমেজ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ২:৮

আগামী ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কুতুবদিয়া-মহেশখালীতে চলছে উৎসবের আমেজ। প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে রাস্তা ঘাট। চলছে প্রচারণা। হচ্ছে আলোচনা আর সমালোচনা। 

ইতোমধ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আনসার-পুলিশ-কোস্টগার্ডসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ভোট গ্রহণ উপলক্ষে কুতুবদিয়ায় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুতুবদিয়া কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী) আসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা নির্বাচন অফিসারের দেয়া তথ্য মতে এখানে মোট ভোটারের সংখ্যা ৯৫ হাজার ৫২৩জন। তারমধ্যে নারী ভোটার ৪৫ হাজার ২৭জন এবং পুরুষ  ভোটার ৫০ হাজার ৪৯৬ জন। এখানে মোট কেন্দ্র ৩৭ টি। তারমধ্যে সাধারণ ৭টি, ঝুঁকিপূর্ণ ১৫টি এবং কম ঝুঁকিপূর্ণ ১৫টি।

নির্বাচনকে ঘিরে কুতুবদিয়া-মহেশখালী আসনে চলছে তুমুল প্রচারণা। স্থানীয় নৌকা প্রার্থীর সমর্থকরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার নির্বাচিত বর্তমান এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন। মহেশখালীর মাতাবাড়ি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আশেক বলে তাঁকে পরিচয় করে দিয়েছিলেন। সাংগঠনিকভাবেও তিনি দক্ষ দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা।দ্বীপ জুড়ে তাঁর একটি সুনাম রয়েছে। 

তিনি কুতুবদিয়া-মহেশখালীতে বহু উন্নয়নের রূপকার। তাঁর হাত ধরে গ্রামীণ জনপদের অবকাঠামোগত আমুল পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে তিনি কুতুবদিয়ায় একটি বিশাল পথসভাসহ বেশ কয়েকটি পথসভার অফিস উদ্বোধন করেছেন। কুতুবদিয়াকে গুরুত্ব দিয়ে প্রচারণায় নেমেছেন এমপি সহধর্মিণীও। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারীদের সাথে উঠান বৈঠকে মিলিত হচ্ছেন তিনি। তুলে ধরছেন উন্নয়নের কথা। ভোট চাইছেন নৌকা প্রতীকের জন্য। এছাড়াও দলীয় নেতাকর্মীরাও নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। পথসভায় ব্যস্তসময় পার করছেন জেলার নেতৃবৃন্দরাও। তাঁরা বিভিন্ন পথসভায় শেখ হাসিনার সরকার পঞ্চম বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করছেন। নেতাকর্মীদের উজ্জীবিত করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপিকে ভোট দেওয়ার শপথ করেন নেতাকর্মীরা। 

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী আলহাজ্ব শরিফ বাদশা মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দুইবারের ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এবং সর্বশেষ দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পেয়েছেন। উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কক্সবাজার জেলার সাবেক সভাপতি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম থেকে মনোনয়ন পাওয়ার পর কুতুবদিয়ায় তার একটি শোডাউন সকলের নজর কেড়েছে। স্ব শস্ত্র বডিগার্ড সহ প্রচারণায় নেমে নিজের ক্ষমতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য অনেকের। একটি পথসভায় তিনি নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণে জরিমানাও খেয়েছেন। ফলে দ্বীপ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন নোঙর প্রতীকের শরিফ বাদশা। মহেশখালীতে তাঁর ভোট ব্যাংক রয়েছে বলে মন্তব্য তার সমর্থকদের। ফলে কুতুবদিয়া থেকে ৩৫ শতাংশ ভোট পেলে তিনি এমপি নির্বাচিত হবেন। এমন ধারণা অনেকের।

তাঁর সমর্থকরা জানান,কুতুবদিয়ায় নোঙর প্রতীকের প্রচারণা চোখে পারার মতো। দিনরাত পরিশ্রম করে ঘরে ঘরে প্রচারণাসহ মাঠে মাইকিং প্রচারণাতে এগিয়ে রয়েছে নোঙর। স্থানীয় দুইটি শক্তিকে কাজে লাগিয়ে শরিফ বাদশা সুবিধাজনক অবস্থায় আছেন বলে মন্তব্য তাদের। তবে নৌকা প্রতীকের সমর্থকরা মনে করেন কুতুবদিয়ায় আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের ভোট ব্যাংক রয়েছে। কুতুবদিয়ায় সর্বোচ্চ ভোটে এগিয়ে থাকবে নৌকা। তাই এখানে তাঁর সাথে অন্য কোন প্রার্থীর তুলনা চলে না।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, এবার শতভাগ সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে।  ভোটারদের কেন্দ্রের দিকে টানতে উভয় প্রার্থীর কর্মী-সমর্থকরা কাজ করছেন। বিএনপি জামায়াতের অনেক নেতা-কর্মী গোপনে ও প্রকাশ্যে নোঙরের পক্ষে কাজ করছে। এমনকি আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও প্রকাশ্যে এবং গোপনে শরীফ বাদশার জন্য  নোঙর প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। সে হিসেবে শরিফ বাদশা  নির্বাচন করায় ভোটের নির্বাচনী উৎসবের আমেজ ফিরে এসেছে বলে মন্তব্য সমর্থকদের। যে যা-ই বলুক আদৌ  কক্সবাজার-২ (কুতুবদিয়া - মহেশখালী)  আসনে নৌকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিনা তা জানতে চোখ রাখতে হবে নির্বাচনী যুদ্ধের ময়দানে। 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ