ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পিরোজপুর ১ আসনের নৌকা মার্কার বিকল্প নেই শ ম রেজাউল করিম


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৩-১-২০২৪ রাত ১১:৩৩
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন হবে দুর্নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্বাচন। এ নির্বাচন হবে উন্নয়নের পক্ষের নির্বাচন। ৭ জানুয়ারি’র নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দিতে হবে পিরোজপুর শান্তির জনপথ। এখানে দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের কোন স্থান নেই।
 
৩ জানুয়ারি বুধবার বিকেলে নির্বাচনী এলাকার পিরোজপুর সদরের টাউনক্লাব মাঠে  এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শ ম রেজাউল করিম বলেন, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের যেমন উন্নয়ন হবে তেমনি আমাদের পিরোজপুর ১( পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানী)আসনেও উন্নয়ন হবে।
 
তিনি আরও বলেন, পিরোজপুর ১ আসনের আওয়ামী লীগের লোকজন, হিন্দু লোকজনসহ এলাকাবাসীকে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সন্ত্রাসীরা নানা হুমকি-ভয়ভীতি দিয়ে চলছে। তারা নাকি নৌকার সমর্থক, ভোটারদের হাত-পা ভেঙ্গে দিবে। তবে তাদের এসব হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কোন কারণ নেই। বিজিবি নেমেছে,সেনাবাহিনী নামবে। স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী ঈগল বাহিনীর লোকজন কাউকে ভোট দিতে বাধা দিলে তখন সরকারের আইন শৃংখলা বাহিনীই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
 
উক্ত নির্বাচনি সভায়  জেলা আওয়ামীলীগের  সহ সভাপতি,আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
 
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য  এ্যাডঃচন্ডিচরন পাল,আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা ও দায়রা জজ আব্দুস সালাম শিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন,জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল আহসান জিয়া,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সহ সভাপতি সৈয়দ ইমরান হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃআমিনুল ইসলাম আমিন মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য পিরোজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উক্ত সবায় উপস্থিত থেকে নৌকার প্রার্থীর পক্ষে একাত্ত্বতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি

‎কুতুব‌দিয়ায় মা-‌ছে‌লেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩

রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা

মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান

ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ