মান্দা-৪ আসনে নৌকা-ট্রাক-ঈগলের ত্রিমুখী লড়াই
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে বেশ জমে উঠেছে মান্দা-৪ আসনটি। কাগজে-কলমে প্রার্থীর সংখ্যা ছয় জন হলেও ভোটের মাঠে লড়াই চলছে নৌকা, ট্রাক ও ঈগলের।বাকি তিন জন প্রার্থীর প্রচারণা চোখে পড়ার মত নয়।এদিকে ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পালটে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে এবারের প্রচারণায়। বিভিন্ন গানের সুরে প্রার্থীদের নামে চলছে ভোট প্রার্থনা। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সরব প্রচারণা। কর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে প্রত্যন্ত অঞ্চলের পাড়া-মহল্লাসহ ঘুরে ঘুরে নিজ পছেন্দের প্রার্থীদের লিফলেট বিতরণ করছেন। আবার রাস্তার মোড়ে মোড়ে করছেন কর্মিসভা ও পথসভা। পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে উপজেলা সদর থেকে গ্রামের অলি-গলি, মাঠ-ঘাট, পাড়া-মহল্লায়। পাশাপাশি চলছে মাইকিং।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলাটি ১৪টি ইউনিয়নের সমন্ময়ে গঠিত এই আসনটি। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৭৭৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪১৫ জন, নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন।এই আসনে ভোটযুদ্ধে লড়ছেন নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নাহিদ মোর্শেদ বাবু। এছাড়াও যারা সতন্ত্র প্রার্থী হিসাবে ভোটযুদ্ধে লড়ছেন তারা হলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা (ট্রাক প্রতীক), বর্তমান সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (ঈগল প্রতীক), আফজাল হোসেন (কাঁচি প্রতিক), জাতীয় পার্টির আলতাফ হোসেন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেস পাটির আব্দুর রহমান (ডাব প্রতীক)।তবে মূল লড়াই হবে নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যে।
মাঠপর্যায়ে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আসনে প্রচারণায় নৌকা প্রতীকের এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা ও ঈগল প্রতীকের সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক তিনজন প্রার্থী ছাড়া তেমন কোন প্রার্খীর প্রচারণা চোখে পড়ছে না। এরা তাদের অনুসারীদের নিয়ে সমান ভাবে মাঠ চষে বেড়াচ্ছেন। সব মিলিয়ে ভোটে নৌকা, ট্রাক ও ঈগলের মধ্যে ত্রিমুখী জমজমাট লড়াই হবে বলে অনেকে ধারণা করছেন। একই দলের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ। ফলে নওগাঁ-৪ আসনে মূলত ত্রিমুখী লড়াইয়ের কথা শোনা যাচ্ছে।
নৌকার প্রার্থী এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু বলেন, যারা সব সময় দলের বিরুদ্ধে ছিল, মূলত তারাই নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভোটাররা ওইসব নেতাদের ভালো করেই চেনেন। তাই ভোটে এর কোনো প্রভাব পড়বে না। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
জয়ের ব্যাপারে আশাবাদী ব্রুহানী সুলতান মামুদ গামাও। তিনি বলেন, ‘গণসংযোগ ও সভা-সমাবেশে আমার পাশে যাঁরা থাকেন, তাঁরা এলাকার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মী। আমি দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের কাছে থাকি। স্থানীয় আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য: প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন, যা ৫ জানুয়ারি শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত চলবে। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ