ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাবার আদর্শ থেকে সরে না যাইঃ সিমিন হোসেন রিমি


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১:৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-০৪ কাপাসিয়া আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি মঙ্গলবার দিনভর নির্বাচনী এলাকায় জনসাধারণ ও নেতাদের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। তিনি উপজেলার ১১টি ইউনিয়নের এগারোটি স্থানে উপস্থিত হয়ে সকলের সাথে মিলেমিলে বিজয়ের আনন্দ প্রকাশ করেন।

নব নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মঙ্গলবার সকাল দশটা থেকে এলাকায় সর্বসাধারণ ও দলীয় নেতা কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শুরু করেন। প্রথমে সিংহশ্রী ইউনিয়নের ঝাওয়াদী চৌরাস্তা বেলা সাড়ে এগারোটায় টোক ইউনিয়নের উজুলী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলা সাড়ে বারোটায় বারিষাব ইউনিয়নের গিয়াসপুরে বিকাল তিনটায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে। পরে বিকাল চারটায় সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে পাঁচটায় কড়িহাতা ইউনিয়ন পরিষদ মাঠে সন্ধ্যা ছয়টায় তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজারের ও সাতটায় দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে। তারপর কাপাসিয়া সদরে আওয়ামী লীগের কার্যালয়ে এবং সবশেষে রাত আটটায় চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলার সর্বস্তরের মানুষ ফুল, ফুলের মালা, তোড়ন হাতে রিমির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা অনেকে ফুল ছিটিয়ে দিয়ে, অনেক নারী আবেগে রিমিকে জড়িয়ে উচ্ছাস প্রকাশ করেন। এসময় রিমিও স্বভাব সূলভ হাসি দিয়ে সকলের ভালোবাসার জবাব দেন।

সিমিন হোসেন  রিমি'র এলাকায় আসার খবর শুনে রাস্তার দুই পাশের মহিলা পুরুষ ও শিশুরা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সাধারণ মানুষের উদেশ্যে তিনি বলেন,আমার বাবার তিনি যে জায়গায় ছিলেন আমি যেন তার আদর্শ নীতি থেকে সরে না যাই। মহান নেত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশ কে বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছেন। দেশের  সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করেছেন। উপজেলা ১১টি ইউনিয়নের সাধারণ জনগণ ও নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খারাপ মানুষের কাছ থেকে দুরে থাকতে হবে, খারাপ মানুষ মুখোশ পরে সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে ভালো মানুষকে খারাপ করে তুলে, এসব মানুষের কাছ থেকে দুরে থাকার অনুরোধ করেন তিনি। তিনি বলেন যারা মানুষের টাকা মেরে সম্পদের পাহাড় গড়েন তাদেরকে সমাজ থেকে বিতারিত করতে হবে।
শুভেচ্ছা বিনিময়ের সময়  উপস্থিত ছিলেন,  সিমিন হোসেন রিমি এমপি'র স্বামী  সমাজ সেবক, দানবীর ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো, মোস্তাক হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমু, আওয়ামী লীগ নেতা আলমগীর আকন্দ,  আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত