ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

অবৈধ শারীরিক সম্পর্কের জেরে সাব্বির হত্যার রহস্য উন্মোচন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৪:৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্র সাব্বির (১১) হত্যাকান্ডের রহস্য উম্মোচন করেছে পুলিশ। বলাৎকারের প্রতিবাদ করায় নিজের চাচা তাকে শ্বাসরোধে হত্যা করে। এঘটনায় পুলিশ অভিযুক্ত চাচা ইমরান আকন্দ (৩০) কে গ্রেফতার করছে।

আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সাংবাদিকদের এই তথ্য জানান।

গ্রেফতার ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ ওরফে গটুর ছেলে।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গত ১৭ ডিসেম্বর বিকালে সাব্বির বাড়ী থেকে বাহিরে যায়। পরের দিন বিকেল  সাড়ে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাই নদীর পাড়ে নির্জন ঝোপের ভিতর সাব্বিরের এর মৃত দেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে সনাক্ত করা হয়। পরে ৯ জানুয়ারী রাত সোয়া ৮টার দিকে ঘটনার সাথে জড়িত মূল আসামী ইমরান আকন্দকে সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামে আসামীর শশুড় বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, জিজ্ঞাসাবাদে ইমরান সাব্বিরকে হত্যার ঘটনা স্বীকার করেছে। সাব্বির তার সম্পর্কে ভাতিজা হয়। সাব্বিরকে চাচা ইমরান প্রায় ৩ বছর যাবত অবৈধ ভাবে জোর পূর্বক শারীরিক সম্পর্ক (বলাৎকার) করে আসছিল। বলাৎকারের বিষয়ে সাব্বির অন্যদেরকে বলে দেওয়ার ভয়ভীতি দেখায়। সে কারনে চাচা ইমরান তাকে মেরে ফেলার পরিকল্পনা করে।

পরে গত ১৭ ডিসেম্বর রাত অনুমানিক সাড়ে ৭টার দিকে সাব্বিরকে তার বসতবাড়ীর উত্তর পশ্চিম পার্শে কলার ক্ষেতে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ইমরান। ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সেদিনই রাতেই সাব্বিরেব লাশ বস্তায় ভিতরে ঢুকিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাই নদীর পশ্চিম পাড়ে নির্জন ঝোপের ভিতর ফেলে আসে।

প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার সি-সার্কেল জনাব উদয় কুমার সাহা, অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা জনাব মো. শামসুল আলম শাহ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি