ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

অধিকাংশ লোকজনেই পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে নদী


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ২:৪৭

বর্তমানে গাইবান্ধা জেলার সাঘাটা,ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ  উপজেলার কোল ঘেঁষে প্রবাহমান ব্রহ্মপুত্র নদটি এখন নাব্যতা হারিয়ে মরাখালে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে খনন না করায় পলিমাটি জমে ভরাট হয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে নদের বুকে জেগে উঠছে চর। অধিকাংশ লোকজনই পায়ে হেঁটে ব্রহ্মপুত্র নদের চর পাড়ি দিচ্ছে। কালাসোনারচর , সাদেকখার চর , গোলনারচর চর সহ বিভিন্ন স্থানে। লোকজন এবার ব্রহ্মপুত্র নদে পলি মাটিতে ইরি-বোরো চাষের প্রতিযোগীতায় নেমেছেন। নদে চর জেগে উঠায় বন্ধ হয়ে গেছে দুই শতাধিক পরিবারের মাছধরা ও নৌকা চালিয়ে জীবিকা নির্বাহের একমাত্র পথ। বিশাল নদটিতে চর জেগে পরিণত হয়েচ্ছে ছোট্ট খালে। আর বর্ষা মৌসুমে চরাঞ্চলের এসব গ্রাম থাকছে বন্যার চরম ঝুঁকিতে।

সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীর উপরেও পড়ছে। তাই গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে যাচ্ছে আর বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাংগনের সৃষ্টি হচ্ছে। ব্রহ্মপুত্র নদ খনন করা না হলে ফুলছড়ি  উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ফজলুপুর ও গজারিয়া ইউনিয়ন এবং পাশ্ববর্তী সদর উপজেলার মোল্লারচর কুন্দলেরপাড়াসহ  অনেক গ্রাম বর্ষা মৌসুমে বন্যা কবলিত হওয়ার আশংকা থাকে।
তিনি আরো বলেন, ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাওয়ায় এসব গ্রামের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় গাছপালা ও কৃষি পণ্য উৎপাদনে প্রভাব পড়ছে। চরাঞ্চল গুলোতে সবজি চাষ, উৎপাদন কমে যাচ্ছে । ব্রহ্মপুত্র নদের সংস্কার না হলে বর্ষা মৌসুমে চরম হুমকির শিকার হতে হয় জেলার চরাঞ্চলের গ্রামগুলোর মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর নাব্যতা হারিয়ে বেকার হয়ে যাচ্ছে নদীতে নৌকা চালিয়ে জীবন যুদ্ধ করা নৌকার মাঝি এখন পেশাও পরিবর্তন করছে। কেউ কেউ নৌকা বিক্রি করে ঘোড়া কিনে গাড়ি বানিয়ে শুকনো মৌসুমী বালুচরে যাত্রী পারাপার করেন।

কৃষক খালেক মিয়া বলেন,বাপ চাচাদের আমলে নদী ভাঙ্গনে জমি চলে গেছে গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে জেগে উঠছে চর।এখন কিছু কিছু জমি  চর জেগে ওঠায় নদের বুকে সামান্য বোরো ধান, ভুট্টা ও মরিচ আবাদ করি। আর বর্ষা মৌসুমে এই ব্রহ্মপুত্র নদের গভীরতা হ্রাস পাওয়ায় সামান্য পানিতেই ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। আর বন্যাই আমাদের এলাকার মানুষের জন্য একটি অভিশাপ। প্রতি বছরেই বন্যার কারনে নানান সমস্যার মধ্যে পরতে হয় আমাদের।

নৌকার মাঝিরা ঝনু,মমিন বাতেন জানান, শুকনো নদী, অনেক দুর ঘুরে ঘুরে যাইতে হয় তাই সময় ও তেল খরচ বেশি লগে। নৌকায় পারাপারের যাত্রী নেই। শুকনো মৌসুমী চরাঞ্চলের প্রায় লোকেই ঘোড়ার গাড়িতে যাতায়াত করে। ইঞ্জিন চালিত প্রায় সব যানবাহন চলাচল দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে  । তাই খুবই কষ্টে দিনযাপন করছি।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “নাব্যতা সংকটে নৌপথের দূরত্ব বেড়েছে। খরচ ও সময়ও বেশি লাগছে। আমরা সময়মতো হাটে পণ্য নিতে পারছি না। ব্যবসায়ীকভাবে খারাপ সময় যাচ্ছে।“নদের নাব্যতা সঙ্কট নিরসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবো,”।
নৌকার মাঝি কালা চাঁদ মিয়া বলেন, “ বালাসি ঘাট থেকে দক্ষিণে ব্রহ্মপুত্র নদের হাড়োডাঙ্গা চর এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদের পানি কমে গেছে। ওই এলাকায় নৌকার যাত্রীরা পানিতে নেমে হাতে নৌকা ঠেলে পার না করলে যাতায়াত করা যাচ্ছে না। ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কামারজানি, পাঁচপীর, চর কাপাসিয়া, মোল্লারচর ইউনিয়নের চরাঞ্চলের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।”

তিনি আরও বলেন ঘাট ইজারাদারদের এ বিষয়ে বারবার বলা হলেও তারা নাব্যতা সংকট দূর করতে কার্যকর কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এই রুটে হাটের দৈনিক প্রায় শতাধিক নৌকা চলাচল করেলেও পানি না থাকায় এলাকায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন