ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

পৌষের কনকনে ঠান্ডায় কাপছে লালমনিরহাট, বিপাকে খেটে-খাওয়া সাধারণ মানুষ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-১-২০২৪ বিকাল ৫:৩০

পৌষ আগমনের পর থেকেই হালকা ঠান্ডা অনুভূত হলেও গত ৫ দিন ধরে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশা থাকায় সূর্যের দেখা মিলেনি গত পাঁচ দিনেও। এতে দিনের বেলায় যানবাহনের হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সড়ক-মহাসড়কে। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না অনেকেই। পৌষের এই শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে-খাওয়া, মিম্ন আয়ের সাধারণ মানুষেরা। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারনে এসব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে লালমনিরহাটে সকাল নয়টায় তাপমাত্রা পরিমাপ করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এবছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রার বিষয়টি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান নিশ্চিত করেছেন।

হাড়কাঁপানো এই শীতে জেলার গ্রাম-গঞ্জে ঘুরে দেখা গেছে কনকনে ঠান্ডায় ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সর্বত্র । সড়ক-মহাসড়কের যানবাহনগুলো হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে। বিশেষ করে নদীর চরাঞ্চল এবং তীরবর্তী লোকালয়ের মানুষ ধুকছে ঠান্ডার প্রকোপে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা। ঠান্ডার কারনে শিশুসহ বয়োজ্যেষ্ঠদের দেখা দিয়ে শীতজনিত নানান রোগ। এতে হাসপাতালের ইনডোর-আউটডোরে ভীর দেখা গেছে সেবাগ্রহীতাদের। এছাড়া গত ৫ দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা বিরাজ করছে মানুষের।

লালমনিরহাট আদিতমারী উপজেলার বুড়িরহাট এলাকার বাসিন্দা কুদরত আলী বলেন, কনকনা ঠান্ডাত জীবোনটা একেবারে শ্যাষ হয়া গেইল বাহে! এ্যাদোন ঠান্ডাত কি আর হামার মতো বুড়াগুলার জীবন চলে। একই বাজারে কথা হয় আরেক বৃদ্ধ আজিজার রহমানের সাথে। তিনি বলেন, জারোত হাত-ঠ্যাংগোত ছ্যাংগা ধরছে। আইতোত এক কড়োত ঘুরা যায় না ঠান্ডার চোটে। জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের বাসিন্দা আজাদুর রহমান (৫২) বলেন, ঠান্ডাত কষ্টের আর শ্যাষ নাই। ঠান্ডাত আবাদ সুবাদ সউগ শ্যাষ হয়া যাবার নাগছে! ঠান্ডাত জীবন বাঁচে না, আর কি কাম করমো। একই রকম কথা বললেল এলাকার আরো অনেকেই।

রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায় লালমনিরহাটে আজ সকাল ৯ টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জেলার অসহায় ও নিম্নআয়ের মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে পাচ উপজেলায় ২৬ হাজার কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। যা বিতর্ক প্রায় শেষের দিকে। আরো ৫০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে বলেও জানান ডিসি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা