ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বাঁশখালীতে সরকারি ঘর নির্মাণের মালামাল চুরি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৫:৯

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ৮ নং ওয়ার্ডের ভিলেজার পাড়ায় ভূমি ও গৃহহীনদের জন্যে সরকারি নির্মাণাধীন ঘরের মালামাল চুরির ঘটনা ঘটেছে, চোরাই মালামাল জড়িতদের ঘর থেকে উদ্ধার করা হলেও তা অস্বীকার করে বিব্রতকর বক্তব্য দিলেন প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী লিফটন ওম।

জানা যায়, উপজেলার দক্ষিণ জলদি ভিলেজার পাড়া এলাকায় বাঁশখালীর বিভিন্ন ভুমি ও গৃহহীনদের জন্যে সরকারি নির্মাণাধীন ঘরের মালামাল নির্বাচনের ব্যস্ত সময়ে চুরির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে চুরি যাওয়া মালামাল উদ্ধার তৎপরতা শুরু করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কতৃপক্ষ। ওই এলাকার আব্দুল খালেক পুত্র মোঃ জাকের হোসেন এর বসতঘরের ছাদের উপর থেকে দরজা, জানালা, একই এলাকার মোঃ হাসান এর ছেলে মোঃ আরমান এর ঘর থেকে টিন,ইট এবং মোস্তফা আলীর পুত্র আব্দুল মালেকের ঘর থেকে টিনের কোনাইশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হলেও যোগসাজশের খাতিরে বিষয়টি গোপন করার কূমানসে বিব্রতকর বক্তব্য দিয়ে বিষয়টিকে পাশকাটিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশল লিফটন ওম। এই নিয়ে পুরো এলাকাজুড়ে চলছে নানান আলোচনা -সমালোচনা।

এছাড়াও চুরি হয়ে যাওয়া দরজা, জ্বানালার কথা স্বীকার করলেও অন্তত ২০/৩০ ব্যাগ সিমেন্ট,  টিন, ইটসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি অস্বীকার করার চেষ্টাও করেছে লিফটন। এক প্রশ্নের জবাবে তিনি আমতা আমতা করে বলেন, ভাই বিষয়টিতো সমাধা হয়ে গেছে। কি সমাধা হয়েছে?এবং কার সাথে সমাধা করলেন? জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

তবে এবিষয়ে কাজের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড মোঃ রফিক এর সাথে যোগাযোগ করলে রফিক দরজা, জ্বানালা, ইট,কাট চুরি হয়ে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, যাদের ঘর থেকে চোরাই মালামাল গুলো উদ্ধার করা হয়েছে তাদের নাম বললে আমার সমস্যা আছে। আর এবিষয়ে কি আপনি নিউজ করবেন? হ্যাঁ নিউজ হবে, তখন রফিক বলেন ভাই নাম প্রকাশ করলে আমার চাকরি থাকবেনা। এসিল্যান্ড স্যারও আসছিল, লিফটন স্যারও সব জানে, কিন্তু আমাকে বিপদে ফেলিয়েননা। আর আমি কারো নাম প্রকাশ করতে পারছিনা, কারণ আমার সমস্যা আছে তাই। ইঞ্জিনিয়ার লিফটন স্যারের কাছ থেকে জানতে পারবেন। এসময় দরজা, জ্বানালা, টিন, ইট ও কাটসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যাওয়া এবং ওই চোরাই মালামাল গুলো ১২/১৩ জনের ঘর থেকে উদ্ধার করার সত্যতা স্বীকার করলেও সিমেন্ট চুরির বিষয়টি সত্য নয় বলে জানান রফিক।

স্থানীয় সুত্রে জানা যায়, দরজা, জ্বানালা যাদের ঘর থেকে উদ্ধার করেছে তাদের সাথে প্রকৌশলী লিফটনের যোগসাজশ রয়েছে, তাই চোরদের নাম গোপন করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে বিষয়টি একেবারেই প্রকাশ করতে চাননি লিফটন, পরে স্থানীয়রা বলাবলি করাতেই উদ্ধার তৎপরতার নামে দুই/একটি দরজা, জ্বানালা উদ্ধার করে লোক দেখানো মুলক কাজ করছেমাত্র। অথচ কমপক্ষে ২০/৩০ ব্যাগ সিমেন্ট, টিন ও ইটসহ অন্তত ২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির সাথে জড়িতরা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী লিফটন ওম ও সিকিউরিটি গার্ডের যোগসাজশ থাকায় তারা বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বলেও একাধিক সুত্রে জানা গেছে।(লোকে বলে না সরকারকা মাল দরেয়ামে ঢাল?) তারই যেনো প্রমাণ এই ঘটনা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ওই প্রকল্পের কাজের শুরু থেকেই উঠে আসে ঘর নির্মাণে নানা অনিয়মের কথা, সর্বশেষ ঘরের মালামাল চুরির ঘটনা নিয়েও চলছে আলোচনা -সমালোচনা।

এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল