শরীয়তপুরের ডামুড্যায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
হিম হিম ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন ডামুড্যা উপজেলা প্রশাসন। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিকাল থেকে রাতের আঁধারে ডামুড্যা উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও সংলগ্ন এলাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কম্বল বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন-ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, স্থানীয় সরকার শরীয়তপুর জেলার উপপরিচালক, গাজী শরীফুল হাসান, শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান,ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি ।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র, মানুষদের চিহ্নিত করে তাদের হাতে তিনি এ কম্বলগুলো বিতরণ করেন। শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। শীত বেশি হওয়ায় কাজ নেই আমাদের। অনেকটাই কর্মহীন। গত কয়েকদিন থেক প্রচন্ড শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, উপজেলার স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে ও আমি নিজেই অফিসের কার্যক্রম শেষে বিকেলে ও রাতে প্রকৃত অসহায় চিহ্নিত করে তাদের বাসায় গিয়ে কম্বল তুলে দেই, তীব্র শীতের সাথে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আশ্রয়ণ কেন্দ্রের পরিবারগুলো খুবই কষ্ট পাচ্ছে বলে জানতে পারি। আজ বিকালে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল উপহার দেই। শীতজুড়ে ডামুড্যা উপজেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
শরীয়তপুর জেলা জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ স্যার এর দিক নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি।এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।উপজেলা নির্বার্হী অফিসারের এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও সুধীজনেরা।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত