রেমিট্যান্স যোদ্ধাদের টার্গেট করে ভালোবাসার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় প্রতারক নুসরাত জাহান জুই
আমাদের দেশে উন্নয়নের এক-চতুর্থাংশই হয়েছে প্রবাসীদের অর্জিত টাকায়। একারনে প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আর এই রেমিটেন্স যোদ্ধাদের টার্গেট করে ভালোবাসা ফাঁদে ফেলে তাদের কস্টের অর্জিত টাকা পয়সা হাতিয়ে নেয় প্রতারক নুসরাত জাহান জুই।
নুসরাত জাহান জুই ২ সন্তানের জননী। ছেলের বয়স ১৬কিংবা ১৭ আর মেয়ের বয়স তের থেকে চৌদ্দ। বসবাস করেন দক্ষিণ কেরানীগঞ্জের, শুভাঢ্যা ইউনিয়ন এর কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকায়, উৎশৃংখল জীবন যাপনের কারনে- ১২/১৩ বছর আগেই তার সংসার ভেঙ্গে গেছে। এখন সমাজের ধনাঢ্য বক্তিদের টার্গেট করে ভালোবাসার বিয়ে নামক ফাঁদে ফেলে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়াই তার পেশায় পরিনত হয়েছে।
এপর্যন্ত তার চারটি বিয়ে করার তথ্য-উপাত্ত নিয়ে অনুসন্ধান করতে সক্ষম হয়েছে সাংবাদিক , এর মধ্যে ভালোবাসার বিয়ে নামক ফাদে ফেলে ভয়াবহ প্রতারনার শিকার সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা, মাসুদ রানার কাছ থেকে জমি সহ প্রায় ৬৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার তথ্য সাংবাদিক গন সংগ্রহ করতে সক্ষম হয়েছে যায় ব্যাংক স্টেটমেন্ট ও বিডিও এবং অডিও রেকর্ডিং আছে, - মাসুদ রানার নিকট এর যথেষ্ট প্রমাণ আছে।
মাসুদ রানার এক বন্ধু ইব্রাহিম এর মাধ্যমে জমি কেনার সুত্র ধরে সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানার সাথে নুসরাত জাহান জুইয়ের পরিচয় ঘটে। ইব্রাহিম কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় ৩ শতাংশ জমি সন্ধান দেয়। জমির যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই করে রেজিষ্ট্র করার সময় জমির দাতা প্রতারক নুসরাত জাহান জুই- মাসুদ রানার নামে দলিল দেয়ার সময় তিন লক্ষ টাকা প্রতারক নুসরাত জাহান জুঁই বাকি রেখেছে,এজন্য ৫ভরি স্বর্ন বন্ধক রাখেন মাসুদ রানা।
শর্ত ছিল টাকা ফেরত দিলে স্বর্ণ ফেরত দিয়ে দিবে। এজন্যে মাসুদ রানা সিঙ্গাপুর যাওয়ার পর নুসরাত জাহান জুইকে ধাপে ধাপে ৪ লক্ষ ৬১ হাজার টাকা পরিশোধ করেন। টাকা পাঠানোর সময় জুই এর সাথে প্রায়ই মাসুদের মোবাইল ফোনে কথা হতো। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয়। দুজনেই নিজেদের আগের বিয়ের কথা গোপন রেখে ২০ হাজার টাকার কাবিননামা বিয়ে হয়। এটি যে ফাঁদ ছিলো তা কখনই মাসুদ রানা বুঝতে পারেনি। কারন ২০ হাজার টাকা দেনমোহর দাবী করে বিয়েতে রাজী হওয়ায় জুইয়ের প্রতি মাসুদের পুরোপুরি আস্থা ও বিশ্বাস বেড়ে গিয়েছিলো এবং ঐ২০ হাজার টাকার কাবিননামা উসুল করে দেয় প্রতারক নুসরাত জাহান জুঁই।
তবে এই বিশ্বাস ভাঙ্গতে বেশী দিন সময় লাগেনি। কারন স্ত্রী হিসেবে জুই মাসুদকে বলে তোমার সন্তান আমার গর্ভে ,এক প্রযায়ে একটি জমি কেনার প্রস্তাব করে জুই, এতে মাসুদ রাজী হয়ে সিঙ্গাপুর থেকে ছুটি নিয়ে দেশে এসে উক্ত জমিটি ক্রয় করে। শর্ত ছিলো মাসুদের নামে ৪ শতাংশ ও জুইয়ে নামে১ শতাংশ,
রেজিস্ট্রিশন করা হবে।
এর সাক্ষী জমি ক্রয় এর পৃকৃত দালাল ছিলেন আলী, আলীর সহযোগী দালাল হিসাবে ছিলেন ইয়াছিন শরিফ আলীর নামে মাসুদ রানা বায়নামা বাবধ ১০ লাখ টাকার চেক প্রধান করে উক্ত ১০ লাখ টাকা আলী নিজে ব্যাংক থেকে উত্তোলন করে। জমি রেজিষ্ট্রেশনের দিন সকালে ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে এর সাক্ষী ব্যাংক মেনেজার এবং আলী নিজে টাকা গনে বুঝে নিয়েছেন এর ডকুমেন্টস ব্যাংক এর সিসি টিভ ও আলী স্বীকারোক্তি দিয়েছে ভিডিও অডিও রেকর্ড আছে।
ভেন্ডার লিটন কে টাকার বিনিময়ে হাত করে মূল দলিল এর পাতা চেঞ্জ করে মাসুদ রানার নাম ১শতাংশ জুই এর নামে ৪ শতাংশ সাবকবলা দলিল করে ফেলেন, উল্লেখ্য দলিল এর সময় মাসুদ রানা উপস্থিতি ছিল না। কিন্তু পরবর্তীতে জমি রেজিষ্ট্রিশন দলিল দেখে জানা গেলো মাসুদ রানার নামে ১ শতাংশ ও জুইয়ে নামে ৪শতাংশ। তবে সব কিছু বুঝার আগে জুই নগদ টাকা, স্বর্নালংকার ও জমি সহ ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নেয় পোতারক নুসরাত জাহান জুঁই । মাসুদ দলিল এর নকল উঠিয়ে দেখে প্রতিবাদ করায় মাসুদকে জুই ও তার সহোযোগিরা রুমে বন্দি করে অমানসিক নির্যাতন করে। তার পাসপোর্ট আটকিয়ে রাখে। মাসুদ অনেক আকুতি মিনতি করে বের হয়ে আসে, বের হয়ে স্থানীয় মহিলা মেম্বার সহ সামাজিক গন্যমান ব্যাক্তিকে নিয়ে মাসুদ রানার কিছু ব্যবহৃত পন্য এবং সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজনীয় কাগজ উদ্ধার করে মহিলা মেম্বার। এই ঘটনা শুনে মাসুদ রানা কে কেরানীগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেয়, মাসুদ রানা তার কথা অনুযায়ী কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন এবং এসব ঘটনা উল্লেখ করে মাসুদ রানা বিজ্ঞ আদালতে মামলা দায় করেন এবং মাসুদ রানার আগের স্ত্রী কে কোর্টের ম্যাধ্যমে পাওয়ার দিয়েছেন মাসুদ রানার অবর্তমানে মামলা পরিচালনা করতে পারবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া
চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫
শালিখায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল
রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল
বরগুনার দুটি আসনে ১৮ জনের মনোনয়নপত্র জমা