ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলামের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:২২
ঢাকা- ১৯ আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য সাবেক ধাঁমসোনা ইউনিয়নের চেয়ারম্যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।   সোমবার (১৫ জানুয়ারি ) সকালে  সাভার থেকে টুঙ্গিপাড়া যান এবং টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।
 
এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। সাইফুল ইসলাম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত কিনা জানিনা, তাই এ মহান নেতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সংসদে যেতে চায় বলে অভিমত জানান নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মোদ সাইফুল ইসলাম। তিনি নির্বাচনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহন করে তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে নির্বাচনী এলাকায় কাজ করতে চায়। ‘একজন নবনির্বাচিত এমপি হিসাবে জনগনের দেওয়া প্রতিশ্রতি শতভাগ পালনে কাজ করে যাব। ইতিমধ্যে ফুটপাতে চাঁদাবাজি বন্ধে দৃষ্টান্ত স্হাপনের ছোয়া জনগন অবগত হচ্ছে, বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ভুমিকা নিতে দেখা যাচ্ছে।  চাইলে একজন এলাকার মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করতে পারে, সেটা দেখাতে চাই। নিজ নির্বাচনী এলাকার পৌর শহর এলাকার ময়লা পরিষ্কারের বিষয়ে অভিযান করা হবে। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি সাধন করব। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের ওপর থাকবে। এটা আমি দেখাব যে, একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুহাম্মোদ সাইফুল ইসলাম আরও বলেন,  এমপি হিসেবে শপথ গ্রহণ করে  সকালে চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। কারণ, বঙ্গবন্ধুর আদর্শের ওপর ভিত্তি করে নিজেকে সবসময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য উনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব। 
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও ঢাকা- ১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিকে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী ডা: এনামুর রহমান প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রণ মন্ত্রাণালয় ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের বিরুদ্ধে ভোট যুদ্ধে অংশগ্রহন করে তাদেরকে হারিয়ে নির্বাচিত হন। 

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি