চেয়ারম্যানের বাড়িতে আসামি ধরতে গিয়ে এসআই লাঞ্ছিত
নওগাঁর মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাড়িতে মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই আতিউরসহ কয়েকজন পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন। এ সময় একজন নারীকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। আসামি গ্রেফতার করতে গিয়ে এসআই আতিউর রহমানকে লাঞ্ছিতসহ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে অবরুদ্ধ আতিউর রহমানকে মুক্ত করা হয়।
চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, সদর ইউনিয়নের ঘাটকৈট গ্রামের এক নারী একই ইউনিয়নের কৃষ্ণপুর মৎস্যজীবী পাড়ার আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন। বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য আমার কাছে আসে। ঘটনার দিন সকালে মীমাংসার জন্য দুপক্ষের লোকজন আমার বাড়িতে আসেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য রুস্তম আলীকে ডেকে নেই। উভয়পক্ষকে নিয়ে আলোচনার সময় হঠাৎ করে সাদা পোশাকে এসাআই আতিউরসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে আসামি রুবেল হোসেনকে ধরার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে কয়েকজন নারী হেনস্তার শিকার হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে ওই নারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামি ধরতে সেখানে যান পুলিশ সদস্যরা। আসামি ধরার সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
এমএসএম / জামান