পাপড়ির ‘‘অধিকার” প্রকল্পের কার্যক্রম নিয়ে সাংবাদ সম্মেলন

বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি তিন বছর মেয়াদি 'অধিকার' প্রকল্পের শেষ বছরের কার্যক্রম নিয়ে রায়পুরা প্রেসক্লাব কনফারেন্স কক্ষে সাংবাদ সম্মেলন করেছে।
অধিকার প্রকল্পের সোশাল মবিলাইজার শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়কারী মো: আলাউদ্দিন, সহকারি প্রকল্প সমন্বয়কারী মো. নাজিম উদ্দিন।
স্বাগত বক্তব্যে প্রকল্প সমন্বয়কারী মো: আলাউদ্দিন বলেন; মার্চ ২০২১ এ অধিকার প্রজেক্টের যাত্রা শুরু হয়। রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নে শাপলা নীড় বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্টে এবং মোফার আর্থিক সহায়তায় পাপড়ি প্রজেক্ট বাস্তবায়ন শুরু করে। চরের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকায় ০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট ০৯জন প্যারা টিচার দিয়ে সহযোগিতা করে। যে সমস্ত শিশুর পরিবারে শিশুকে পড়ালেখায় সহযোগিতা করতে পারছেনা এমন শিশুদের তালিকাভূক্ত করে পাড়ায় পাড়ায় লার্ণিং স্পটের মাধ্যমে শিক্ষা সহায়তা দেয়া হয়। সেখানে ০৯জন এডুকেশন ফ্যাসিলিটেটর দায়িত্ব পালন করে যারা প্রজেক্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত। করোনকালীন লার্নিং স্পটে গেদারিং না করে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে বাড়ি ভিত্তিক পাঠদানের ব্যবস্থা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকায় প্রজেক্টের প্যারাটিচারগণ বাড়ি ভিত্তিক পাঠদানে অংশগ্রহণ করে। দীর্ঘ ১৮ মাস পরে বিদ্যালয়গুলোতে যখন ক্লাস শুরু হয় তখন একটি জরিপ করা হয়। দেখা যায় ৭০৫জন শিশু স্কুল বন্ধ করে দিয়েছে। অধিকার প্রজেক্ট কাজ করার ফলে ৬৬৭জন শিশুকে বিদ্যালয়ে ফেরানো যায়। করোনাকালীন দরিদ্র ৬৫৮টি পরিবারে প্রায় ৮লক্ষ টাকার খাদ্যসামগ্রী পাপড়ি সংস্থা হতে ইউপির সহায়তায় বিতরণ করা হয়।
সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: নাজিম উদ্দিন বলেন; প্রজেক্টের সহায়তায় যেখানে বিদ্যালয়গুলোতে পরিচালনা কমিটির সভা স্থবির ছিল, সেখানে কমিটির সভার আয়োজন করে সভাগুলো নিয়মিত আয়োজনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বই আকারে কমিটির দায়িত্ব ও কর্তব্য সকল সদস্যকে দেয়া হয়। স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, লিফলেট ও অন্যান্য মেটেরিয়াল তৈরী করে এলাকায় পাড়ায় পাড়ায় প্রচার করা হয়। বিদ্যালয়গুলোর পরিবেশ ভাল রাখা ও ক্লাসরুম গুলো আকর্ষণীয় করে তোলার জন্য প্রতিটি স্কুলের ক্লাসরুম গুলো কালারফুল করা হয়। নিয়মিত সমাবেশ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে শিক্ষকদের উদ্বুদ্ধ করা হয়। প্রজেক্টের আর্থিক সহায়তায় প্রতি বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক স্পোর্টস ও কালচারাল প্রোগ্রাম, সাক্ষরতা দিংস উদযাপন ও বছরে একবার শিক্ষা ও সংস্কৃতি মেলায় আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, ডোনার প্রতিনিধি, পাপড়ির কর্মকর্তাসহ এলাকার সংশ্লিষ্টদের উপস্থিতি নিশ্চিত করা হয় যা শিক্ষার পরিবেশ সৃষ্টি ও অভিভাবকদের উদ্বুদ্ধ করা হয়। অধিকার প্রজেক্টের সহযোগিতা দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকার ভলান্টিয়ারগণ নানাভাবে শিক্ষার গতি বৃদ্ধিতে এগিয়ে আসে। প্রজেক্টের সভা, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনগুলো আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পত্রিকায় প্রকাশে সাংবাদিকগণও ভাল ভূমিকা রাখছে। এলাকায় গণজাগরণ সৃষ্টিতে প্রজেক্ট কর্তৃক সচেতনতা সভা, ভিডিও শো, এক্সপোজার ভিজিট, আইকনিক পারসনদের নিয়ে সভা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অগ্রগতি সভার মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণও সহায়তার জন্য উৎসাহিত করা হয়।
পাপড়ির “অধিকার” প্রকল্প এই বছর (২০২৩) লার্নিং স্পট হতে ২২৩জন শিক্ষার্থীর (ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত) মধ্যে ২১৯ জন (৯৮%) শিক্ষার্থী চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণ করে এবং পাস করে ২১১জন (৯৬%)। ০৯টি প্রাথমিক বিদ্যালয় হতে ১৪১৬ জন ছাত্র-ছাত্রী হতে ১২৮১জন (৯০%) চূড়ান্ত মূল্যায়ণে অংশগ্রহণ করে এবং পাস করে ১১০০জন (৮৬%)। শুধুমাত্র পঞ্চম শ্রেণি হতে ৩৩৯জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৯০জন অংশগ্রহণ করে (৮৬%) এবং পাস করে ২৮৬জন (৯৮%)। বিদ্যালয় গুলোতে উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষায় অংশগ্রহণ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয় শেষে উক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রজেক্ট ভাল ভূমিকা রাখে। প্রজেক্ট বিশ্বাস করে একটি কমিউনিটিতে যদি শিক্ষক, অভিভাবক, কমিটি ও এলাকার গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিগণ এগিয়ে আসে তাহলে শতভাগ শিক্ষা নিশ্চিতে চরাঞ্চল পিছিয়ে থাকবেনা।
এসময় প্রেসক্লাবের সভাপতি এম নূর উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, অধিকার প্রকল্পের সোশাল মবিলাইজার মো: নজরুল ইসলাম সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
