প্রণোদনার আওতায় নেই তারা
বিপাকে ত্রিশালের অর্ধশতাধিক হ্যাচারি মালিক
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধে বিপাকে পড়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অর্ধশতাধিক বেসরকারি মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যাচারি ও নার্সারি। এতে মালিকদের প্রতি মাসে গুনতে হচ্ছে গচ্ছা। হ্যাচারির মালিকরা আগের মতো রেণু-পোনা সরবরাহ করতে না পেরে অনেক হ্যাচারি মালিক উৎপাদিত রেণু ও পোনাগুলো অবমুক্ত করে দিচ্ছেন ব্রহ্মপুত্র নদে। প্রতি মাসে বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতনসহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে হ্যাচারি মালিকদের।
জানা গেছে, ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামেই রয়েছে প্রায় অর্ধশত মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি। তবে উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপজেলায় অর্ধশতাধিক মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি রয়েছে। মহামারী করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই উৎপাদন একেবারেই কম। দেশের বিভিন্ন স্থান থেকে রেণু-পোণা ক্রয়কারীরা লকডাউনের ফলে গাড়ি নিয়ে যাতায়ত করতে না পারায় তা সরবরাহ করা সম্ভব হয় না। এছাড়াও মৎস্য ও রেণু-পোনা উৎপাদনে অতিরিক্ত তাপমাত্রা, খাদ্যের ভেজালকেও দায়ী করেন হ্যচারি মালিকরা। প্রতি বছর এ সময়ে যে পরিমাণ রেণু-পোনা উৎপাদন করা হয়ে থাকে, সরবরাহ ব্যবস্থা না থাকায় বিক্রিও করতে হচ্ছে এখন কম মূল্যে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন হ্যাচারির মালিকরা।
অনেক হ্যাচারি মালিক রেণু উৎপাদন করে বিক্রি করতে না পেরে তা অবমুক্ত করে দিচ্ছেন ধলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে। এমনই একজনের সাথে সরেজমিন কথা হয়। তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা রূপা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির মালিক আব্দুল মালেক। তিনি বলেন, মহামারী করোনার প্রদুর্ভাব ও লকডাউনের ফলে এক বছরের অধিক সময় ধরে হ্যাচারির খুব করুণ অবস্থা। লাভবান হওয়া তো দূরের কথা, বিদ্যুৎ বিল ও কর্মচারী পরিচালনা করাই কঠিন হয়ে পড়েছে। প্রতি মাসে গুনতে হচ্ছে লোকসান। এভাবে চলতে থাকলে এক সময় হয়তোবা হ্যাচারি ব্যবসা ছেড়ে দিতে হবে। তিনি আরো বলেন, প্রতি মাসে বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন বাবদ গুনতে হচ্ছে আড়াই থেকে তিন লাখ টাকা। সরকার এত টাকা প্রণোদনা ঘোষণা করলেও এর আওতায় পড়েনি ত্রিশালের এ হ্যাচারি শিল্প।
শাপলা মৎস্য হ্যচারির মালিক জসিম উদ্দিন, নিরাপদ মৎস্য হ্যচারির মালিক বাবুল আহমেদ, মীম হ্যাচারির মালিক বাসির আহমেদ বিপ্লব ও সবুজ বাংলা মৎস্য হ্যাচারির মালিক আব্দুল আউয়াল জানান, মন্দা অবস্থা বিরাজ করছে এখানকার হ্যাচারির ব্যবসায়। কোনো হ্যাচারির মালিক সরকারের প্রণোদনার আওতায় আসেননি। কেউ কোনো সুবিধাও পাননি। অথচ এক বছরের অধিক সময় ধরে মহামারী করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান চালানো দুষ্কর হয়ে পড়েছে।
তাঁরা বলেন, সরকার যদি এ হ্যাচারি শিল্পের প্রতি নজর দিয়ে তাদের সহয়তার এগিয়ে আসে তবে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন তারা। বেঁচে থাকবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রায় অর্ধশত পোনা ও রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যাচারি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, মৎস্য হ্যাচারি ও নার্সারিগুলোর জন্য সরকারিভাবে কোনো প্রণোদনা আসেনি। এ উপজেলায় অর্ধশতাধিক মৎস্য হ্যাচারি ও নার্সারি রয়েছে।
এমএসএম / জামান