পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
ধানমন্ডি ৩২ নাম্বারে আগুন দেয়ার প্রতিশোধে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দূর্বিত্তরা।
পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন রজপাড়া এলাকায় ফেসবুক ও ইউটিউব সেলিব্রেটি নুরুজ্জামান কাফির বসত বাড়ীতে আগুন পুড়ানো চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী মোঃ শাহাদাত হাওলদার (২২), পিতা-মোঃ নসা হাওলাদার, সাং-সেকান্দাখালী, ০৮ নং ওয়ার্ড, আমতলী সদ ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনা,
এবং তার সহযোগী মোঃ মাহফুজ মোল্লা (২১), পিতা-মোঃ হিরণ মোল্লা, সাং-পূর্ব টিয়াখালী, ইউপি-টিয়াখালী, থানা-কলাপাড়া, জেল পটুয়াখালীকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে সোমবার বিকেল তিনটায় পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ শাহাদাত হোসেন বরিশালে অবস্থিত একটি কলেজে অর্থনীতি বিষয়ে সম্মান ২য় বর্ষের ছাত্র ও মোঃ মাহফুজ মোল্লা বরিশালে অবস্থিত অপর একটি কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত রয়েছে। তারা উভয়ই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সাথে জড়িত। উক্ত ঘটনা সংঘটিত হওয়ায় পূর্বে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙ্গে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফেসবুক ও ইউটিউব সেলিব্রেটি নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কন্টেন্ট দেখে গ্রেফতারকৃত আসামী ২ (দুই) জন কাফির প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে কাফির বসতঘর পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা মতে ঘটনার দিন গত ১২-০২-২০২৫ তারিখ অভিযুক্ত মোঃ শাহাদাত হাওলাদার (২২) ও মোঃ মাহফুজ মোল্লা বরিশাল হতে রাত্র আনুমানিক ২০.০০ ঘটিকার দিকে বাস যোগে বরগুনা জেলার আমতলি এলাকায় বান্দুরা স্ট্যান্ডে আসে। মূল পরিকল্পনাকারী মোঃ শাহাদাতের পূর্ব পরিচিত একটি দোকান হতে খোলা বাজারে বিক্রয়কৃত জ্বালানির ৫ লিটারের খালি বোতলে ৫০০ টাকার ডিজেল ক্রয় করে। অঙ্কঃপর আমতলি হতে ভাড়া করা একটি মোটর সাইকেলে করে তারা ০২ (দুই) জনে কাফিদের বসতবাড়ি এলাকায় রাত অনুমান ১২.৩০ ঘটিকার দিকে পৌছে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়। পরবর্তীতে সুযোগ বুঝে সুবিধামত সময় রাতের আধারে তাদের ক্রয়কৃত ডিজেল কাফিদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালে, কাঠে ও টিনের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়ে আসামী শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারন করে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, ঐদিন সকালেই বাসযোগে বরিশাল চলে যায়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে গতকাল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অ়ভিযান শাহাদাতকে বরিশাল থানা এলাকা হতে এবং মাহফুজকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরও জানায়, এঘটনায় ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা সহ সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫