ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ভারতকে ধসিয়ে দিয়ে ইতিহাসের পাতায় অ্যান্ডারসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২১ রাত ৯:১

বয়স যেন কেবলই একটা সংখ্যা! ৩৯ বছর বয়সে এসেও যেন সেই ২৬ বছরেই পরে আছে জেমস অ্যান্ডারসনের ফর্ম। সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের সকালে সেই প্রমাণটা পেল ভারত। তার দারুণ বোলিংয়ে বড় স্কোরের আশা শেষ হয়ে গেছে দলটির, অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। ঢুকে গেছেন ইতিহাসের পাতায়ও।

দিনের শুরুটা ভারত করেছিল ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান নিয়ে। আগের দিনের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল তখনো আছেন উইকেটে। বড় স্কোরের আশা করাটা খুবই স্বাভাবিক ছিল বিরাট কোহলির দলের জন্য। কিন্তু দ্বিতীয় দিনে ভারতের সে পথ আগলে দাঁড়ালেন অ্যান্ডারসন। দিনের দ্বিতীয় বলে প্রথম আঘাতের কাজটা অবশ্য করেছিলেন অলিভার রবিনসন। তুলে নিয়েছিলেন রাহুলকে। ধ্বংসযজ্ঞের সেই শুরু। এর পরে অ্যান্ডারসনের তোপের শিকার হয়ে বিদায় নেন অজিঙ্কা রাহানে। এরপর থেকে ভারত উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তাতে সংগ্রহটা বড় হয়নি তাদের। শেষ সাত উইকেট ৮৬ রানের ব্যবধানে হারিয়ে ইনিংস শেষ করেছে ৩৬৪ রানে। 

অ্যান্ডারসন আগের দিন তুলে নিয়েছিলেন রোহিত শর্মা আর চেতেশ্বর পুজারার উইকেট। রাহানেকে বিদায় করে দিন শুরু করা ৩৯ বছর বয়সী এই 'তরুণ' এরপর শিকার বানিয়েছেন যশপ্রীত বুমরাহ আর ইশান্ত শর্মাকে। ভারতের লেজের প্রতিরোধটাও হতে হতেও হয়নি তাতে। ইনিংসটা শেষ করেছে আক্ষেপ নিয়ে। এই পাঁচ উইকেট অ্যান্ডারসনকে তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। ৩৯ বছর ১৩ দিন বয়সে ৫ উইকেট, ভারতের বিপক্ষে যে এমন কীর্তি আর কেউই গড়ে দেখাতে পারেনি কখনো!

সব মিলিয়েও এই কীর্তি হরহামেশা দেখা মেলে কই! সবশেষ অ্যান্ডারসনের চেয়ে বেশি বয়সে ৫ উইকেট যে দেখেছিল ক্রিকেট, সে কীর্তির বয়সও তো ৭০ বছর! ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার জেফ চাব ৫ উইকেট নিয়েছিলেন, তখন তার বয়স ছিল ৪০ বছর ৮৪ দিন। এরপর সবচেয়ে বয়স্ক পাঁচ উইকেট শিকারি ছিলেন স্যার রিচার্ড হ্যাডলি, ১৯৯০ সালে ৫ উইকেট নেওয়ার সময় তার বয়স ছিল ৩৯ বছর ২ দিন। সে রেকর্ড অ্যান্ডারসন ভেঙেছেন আজ। পাঁচ উইকেট শিকার করেছেন ৩৯ বছর ১৩ দিন বয়সে।

জামান / জামান

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি