গবেষণার মাধ্যমে দেশের ডেইরি সেক্টরকে এগিয়ে নিতে চাই

সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সভায় বিভিন্ন অনুষদীয় বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ডা. আব্দুর রহমান রাফি। দেশের কৃষি শিক্ষার সুনামধন্য প্রতিষ্ঠানে তাঁর শিক্ষকতার পথ চলা শুরু হয় ২০২৩ সালের ২০ডিসেম্বর থেকে।
শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় তার অনুভূতি নিয়ে জানান, শেকৃবির ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। নতুন বছরে আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের পরিশ্রম, ধৈর্য এবং প্রচেষ্টা আমার এই অর্জনকে সহজ করেছে।
ডেইরি বিজ্ঞান বিভাগের যোগদানের মুহূর্তটি আমার স্মৃতির পাতায় চির রঙিন হয়ে থাকবে। যোগদান পত্রটি যখন গ্রহণ করেছি তখন চোখের সামনে ভেসে উঠেছিল আমার পিতা-মাতার চেহারা। আমার এই অর্জনের পেছনে তাদের ত্যাগ, কষ্ট এবং দোয়া ছিলো অসীম। শিক্ষক হিসেবে যোগদানের সংবাদটি আমার পিতা-মাতাকে জানানোর পর তাদের যে আনন্দ বুঝতে পেরেছি তা আমার জন্য অনেক বড় পাওয়া।
এই অর্জনের পেছনে অবদান রাখা আমার ছাত্রজীবনের সকল শিক্ষকবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমার বিভাগীয় চেয়ারম্যান এবং বিভাগীয় শিক্ষকবৃন্দের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বিভাগীয় শিক্ষকবৃন্দের স্নেহ,ভালোবাসা এবং উপদেশ আমার নতুন কর্মজীবনকে খুবই উপভোগ্য করে তুলছে। এছাড়াও, আমার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীর অভিনন্দন আমার শিক্ষক হিসেবে যোগদানের মুহূর্তটিকে আরো স্মরণীয় করে রাখবে।
যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ভাবতাম জীবনে ভালো কিছু করতে হবে, শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে সে আশার শুভ সূচনা হলো। আমরা জানি, শিক্ষকতা একটি মহান পেশা, যা শিক্ষিত জাতি তৈরীর মাধ্যমে সমাজ ও দেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদের জ্ঞান এবং দক্ষতা কে উন্নত করার পাশাপাশি তাদের চরিত্র, মৌল্যবোধ গঠনের চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান তৈরি করার জায়গা তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে গবেষণা এবং সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের প্রাণিসম্পদ বিশেষ করে ডেইরি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।
ডেইরি সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,গবেষণায় সমৃদ্ধ হওয়া এবং জাত উন্নয়নের মাধ্যমে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই মূল ফোকাস। দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এবং বাংলাদেশের ডেইরি সেক্টরকে এগিয়ে নিতে হলে আধুনিক দুগ্ধ প্রযুক্তির কোনো বিকল্প নেই। আমার স্বপ্ন ডেইরি সায়েন্স বিভাগের অধীনে খামারটি একটি মডেল খামার হিসেবে প্রতিষ্ঠিত হবে, সারাদেশ থেকে খামারীরা এসে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আইডিয়া নিবে এবং দেশি-বিদেশি গবেষকদের গবেষণার জন্য আতুড়ঘর হিসেবে প্রতিষ্ঠিত হবে শেকৃবির ডেইরি বিজ্ঞান বিভাগ। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি দুধ ও দুগ্ধজাতীয় পণ্য রপ্তানিতেও শীর্ষে উঠে আসবে। আমার স্বপ্ন বাংলাদেশে ডেইরি সেক্টর নিয়ে আলাদা গবেষণা প্রতিষ্ঠান থাকবে, আলাদা বানিজ্যিক প্রতিষ্ঠান থাকবে, সুষ্ঠুভাবে দুগ্ধজাতীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ হবে, নিজস্ব একটি ডেইরি রেশন স্ট্যান্ডার্ড তৈরি হবে এবং জাত উন্নয়নের মাধ্যমে অধিক উৎপাদনশীল ডেইরি ব্রিড বাংলাদেশে তৈরি হবে।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
