শরণখোলায় ব্যক্তি মালিকানা বাড়ির উপর সরকারি কালভার্ট নির্মাণ

বাগেরহাটের শরণখোলায় ব্যক্তি মালিকানা বাগানবাড়ির উপর নির্মাণ করা হচ্ছে ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে সরকারি কালভার্ট। যা বাড়ির মালিকের সাথে কোনো প্রকার কথা বা আলোচণা না করেই তরিগড়ি করে বাগানের ভেতর থেকে রাস্তা নির্দিষ্ট করে নির্মানকাজ চালানো হচ্ছে। এর ফলে ক্ষতি হবে ওই বাড়ির শতশত ফলদ গাছ ও জমি।
এমন অভিযোগ উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আব্দুল মজিদ খানের। মজিদ খান জানান,একই ইউনিয়নের রাজেস্বর গ্রামে তার মালিকানা সাড়ে চার একর জমিতে সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তিনি তৈরি করেছেন বাগানবাড়ি। যে বাড়িটি অনেক পুরনো। সেই বাড়িতে নিজেদের সীমিত চলাচলের জন্য পার্শ্ববর্তী খালে দেয়া হয় সাঁকো। পরবর্তীতে সেই সাঁকো ভেঙ্গে কাঠ দিয়ে অস্থায়ী পুল তৈরি করেন তারা। কিন্তু বর্তমানে তাকে না জানিয়ে এবং তার সাথে কোনো প্রকার কথা না বলে পুরনো পুল ভেঙ্গে বাড়ির উপর থেকেই সরকারিভাবে স্থায়ী কালভার্ট নির্মাণ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। যার কারনে ওই বাড়ির গাছপালা ও জমির ব্যাপক ক্ষতি হবে বলে জানান বাড়ির মালিক আব্দুল মজিদ খান। তার দাবি দ্রুত কালভার্টের কাজ বন্ধ না করলে তার বাড়িটি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
তবে,ঠিকাদার রাজা আকন ও মামুন তালুকদার কালভাটটি সীমানা বরাবর করতে চাইলেও পিআইও তা চাইছেন না বলে জানান তারা। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আমিরুল ইসলাম বলেন,তিনি যেখানে রাস্তা পাবেন সেখানেই কালভার্ট করবেন।
বিষয়টি নিয়ে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, ব্যক্তি মালিকানা জমিতে সরকারি কালভার্ট করতে হলে বাড়ির মালিকের সাথে সমন্বয় করে করতে হবে। সেখানে ইচ্ছা মতো কাজ করা ঠিক না। তাই পরিকল্পনা করে সঠিক যায়গায় কালভার্ট করা উচিৎ।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন,বাড়ির সীমানায় রাস্তা থাকলে সেখানে কালভার্ট করা যেতে পারে ।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত বলেন,কালভার্ট যদি দুই বাড়ির সীমানায় করা হয় তাহলে উভয়ের জন্যই সুবিধা। পরিকল্পনা ছাড়া বাগানবাড়ির ভেতরে কালভার্ট ও রাস্তা করলে ওই বাড়ির মালিকের অনেক ক্ষতি হবে।
এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
