বোয়ালখালী আইনশৃঙ্খলা কমিটির সভা
এলাকায় , চুরি, ডাকাতি - চাঁদাবাজি, মাদকের বিস্তার, কিশোর গ্যাং এর দৌরাত্ম ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সদস্যরা। তাঁরা বলেন প্রায় কোন না কোন ঘরে সংঘটিত হচ্ছে চুরি , এমনকি মসজিদ মন্দির ও রক্ষা পাচ্ছে না চোরের দল থেকে, এর মধ্যে ঘটছে ডাকাতির ঘটনা। আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে বলেন মাদক ব্যবসায়ী সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরও কোন ব্যবস্হা নেন না থানা পুলিশ। পৌর মেয়র জহুরুল ইসলাম বলেন পৌর সদরে প্রকাশ্যে মাদক বিক্রি করলেও নিরব থানা পুলিশ। প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম বলেন পর পর ডাকাতি হলেও কোন ডাকাত গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। বিদ্যালয় গামী শিক্ষার্থীরা বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে বলেও জানান কমিটির সদস্যরা ।
স্থানীয় জনপ্রতিনিবৃন্দের কাছ থেকে এহেন উদ্বেগ ও শংকার কথা শুনে আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা চট্টগ্রাম-৮ আসনের নব নির্বাচিত সাংসদ আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চোখের ঘুম হারাম করে দিয়েছেন দেশের মানুষের কল্যানের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য। ২০০৮সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনা দায়িত্বে এসে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ার দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। কতিপয় সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, ঘুষখোর, ডাকাত, ভূমিদস্যু ও মাদক সেবীদের কারণে এত এত অর্জন ভূলুন্ঠিত হতে দেয়া যায়না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালবেসে উন্নয়ন ও অগ্রগতিতে এ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, আর আমরা কতিপয় দুস্কৃতিকারীদের কারণে সমাজের কাছে কত ছোট হয়ে যাই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিধিবৃন্দ যদি সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে কাউন্সেলিং করে ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হই অবশ্যই সুফল পাওয়া যাবে। এলাকার একেকটি সমস্যাকে চিহ্নিত করে প্রতিমাসে একটি একটি করে সমস্যাকে সমাধানে বিশেষ গুরুত্ব দিই। বছরে বারোটি সমস্যার সমাধান হয়। আসলে আমরা চিন্তা করিনা যে, সমাজে সম্ভাবনার তুলনায় সমস্যা অনেক কম। কয়েকটি সমস্যাকে জোর দিয়ে সমাধান করতে পারলে অন্য সমস্যা গুলো এমনিতেই দুরীভূত হয়। আমরা তা করিনা বলেই মুষ্টিমেয় সমস্যার কারণে হাজারো সম্ভাবনা বিনষ্ট হয়ে যায়। তাই শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ ও অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। কঠোর হাতে এসব দমন করা হবে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার ভূমি নুরসাত ফাতেমা চৌধুরী, থানার (ওসি তদন্ত ) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ -সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়
তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন
তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা
ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী
শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের
Link Copied