মেসিদের সঙ্গে খেলতে না পেরে খুন করতে চাইছেন রোনালদো
শিরোনামটা ঠিকঠাকই পড়েছেন। পিএসজির স্কোয়াড নিয়ে এখন আলোচনার শেষ নেই। কাগজে-কলমে সব বড় তারকাদেরই দলে ভিড়িয়েছে ফ্রান্সের ক্লাবটি। এমন দলে খেলতে না পারায় সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো নিজেকে খুন করতে চাইছেন, এমন দাবিই করেছেন আর্জেন্টিনা ও পিএসজি তারকা আনহেল ডি মারিয়া।
সম্প্রতি টিওআইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে মেসিকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপের মতো তারকারা। নতুন করে যোগ দিয়েছেন সার্জিও রামোস, জর্জিনিও উইজনালডাম, জিয়ানলুইজি ডন্নারুম্মা, আশরাফ হাকিমিরা। পরে এসেছেন মেসিও।
এমন দলে রোনালদোর খেলতে না পারার আক্ষেপ কেমন? ডি মারিয়া বলছেন, ‘ক্রিশ্চিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান সত্যিই অনন্য। সবসময় এমন দেখা যায় না। আর সেরা ফুটবলাররা তাদের মানের খেলোয়াড়দের সঙ্গেই খেলতে চায়। ক্রিশ্চিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’
অনেক তারকার সঙ্গে খেললেও মেসিকে আলাদা হিসেবেই দেখছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘মেসি ভিনগ্রহের। তাকে যদি কেউ পাথর মারে, সেটাও সে ফিরিয়ে দিতে পারবে। আমি ক্রিশ্চিয়ানো, নেইমার, এমবাপে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি।’
মেসিকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘মেসির সঙ্গে খেলা আসলে খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর ব্যতিক্রম হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত।’
এমএসএম / এমএসএম
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা