মেসিদের সঙ্গে খেলতে না পেরে খুন করতে চাইছেন রোনালদো
শিরোনামটা ঠিকঠাকই পড়েছেন। পিএসজির স্কোয়াড নিয়ে এখন আলোচনার শেষ নেই। কাগজে-কলমে সব বড় তারকাদেরই দলে ভিড়িয়েছে ফ্রান্সের ক্লাবটি। এমন দলে খেলতে না পারায় সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো নিজেকে খুন করতে চাইছেন, এমন দাবিই করেছেন আর্জেন্টিনা ও পিএসজি তারকা আনহেল ডি মারিয়া।
সম্প্রতি টিওআইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে মেসিকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপের মতো তারকারা। নতুন করে যোগ দিয়েছেন সার্জিও রামোস, জর্জিনিও উইজনালডাম, জিয়ানলুইজি ডন্নারুম্মা, আশরাফ হাকিমিরা। পরে এসেছেন মেসিও।
এমন দলে রোনালদোর খেলতে না পারার আক্ষেপ কেমন? ডি মারিয়া বলছেন, ‘ক্রিশ্চিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান সত্যিই অনন্য। সবসময় এমন দেখা যায় না। আর সেরা ফুটবলাররা তাদের মানের খেলোয়াড়দের সঙ্গেই খেলতে চায়। ক্রিশ্চিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’
অনেক তারকার সঙ্গে খেললেও মেসিকে আলাদা হিসেবেই দেখছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘মেসি ভিনগ্রহের। তাকে যদি কেউ পাথর মারে, সেটাও সে ফিরিয়ে দিতে পারবে। আমি ক্রিশ্চিয়ানো, নেইমার, এমবাপে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি।’
মেসিকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘মেসির সঙ্গে খেলা আসলে খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর ব্যতিক্রম হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত।’
এমএসএম / এমএসএম
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল
‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?
অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া
টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক
ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?
কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট