কেএমপির গোয়েন্দা নজরদারী তৎপর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুইজন
খুলনা মেট্রোপলিটন পুলিশ অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। কেএমপি সূত্র বলছে, অপরাধ দমন এবং নিয়ন্ত্রনে কেএমপির গোয়েন্দা নজরদারী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় কেএমপি’র লবণচরা থানা পুলিশ ০১ টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগজিনসহ ০২ জন আসামীকে গ্রেফতার করে। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম সোমবার বেলা ১টায় প্রেস ব্রিফিং করে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদাণ করেন। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম সোমবার প্রেস ব্রিফিং-এ গ্রেফতারকৃতদের সম্পর্কে বলেন, ২৮ জানুয়ারি লবণচরা থানার জিডি নং-৫৭১ মূলে রাত্র ১২.০৫টার সময় কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি টিম লবণচরা থানাধীন আমতলা মদিনাবাদ উকিলের কালভার্টের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটির সময় তাদের সামনে দিয়ে একজন ব্যক্তি দ্রুতগতিতে হেটে যাওয়ায় পুলিশের সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম মোঃ সোহাগ হোসেন (৩৫), পিতা-মোঃ মানিক, মাতা-কুলসুম বেগম, সাং-হঁরিদচর পুরন বড়বাড়ি, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-সাং-ইসলামপাড়া ২য় গলি (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-লবণচরা, জেলা-খুলনা বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলায় পুলিশের সন্দেহ হলে তখন (উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে) দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত মোঃ সোহাগ হোসেন (৩৫) কে তার কাছে থাকা ০২ রাউন্ড গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামী মোঃ সোহাগ হোসেন জানায়, ০২ রাউন্ড গুলি সে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-রিনা বেগম, সাং হোল্ডিং নং-৪৯, বাইতুল আমান সড়ক টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনার কাছ থেকে ক্রয় করেছে। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহাগ হোসেন আরো জানায়, মোঃ আব্দুল্লাহ আল মামুনের (২৩) কাছে ০১ টি বিদেশী পিস্তল ও গুলি আছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ সোহাগ (৩৫) কে নিয়ে অভিযান পরিচালনা করে ২৮ জানুয়ারি দিবাগত রাত অর্থ্যাৎ ২ শে জানুয়ারী রাত ০১.৩০ মিনিটে আর্জুর কালভার্ট এলাকা থেকে মামলার ২নং আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুনকে (২৩) ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে পালসার সোহেলের নির্মাণাধীন ১ তলা ভবনের দক্ষিণ-পূর্ব কোণে টিনের নিচে বালুর ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল লুকিয়ে রাখা আছে। আসামী আব্দুল্লাহ আল মামুনের দেয়া তথ্য মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে পালসার সোহেল এর নির্মাণাধীন ১তলা ভবনের তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় উক্ত ভবনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২নং আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুনের (২৩) দেখানো ও নিজ হাতে বের করে দেয়া (উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে) একতলা ভবনের দক্ষিণ-পূর্ব পাশের রুমের ভিতরে মেঝের বালুর নিচে সিমেন্টের বস্তার মধ্যে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগজিনসহ পিস্তল (লাড করা অবস্থায়)উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঊ) ও (ঋ) ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী সোহেলকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রেস বিফ্রিংয়ে আরো জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। গত আগস্ট’২৩ খ্রি: থেকে ইতোমধ্যেই ২১ টি আগ্নেয়াস্ত্র, ১৪৮ রাউন্ড গুলি, ২৫ টি চোরাই মোটরসাইকেল, ককটেল, গান পাউডার, চাপাতি, রাম দা, ছোরা, চাইনিজ কুড়ালসহ স্বল্প সময়ে ক্লু-লেস হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার, চোরাই স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে কেএমপি পুলিশ সক্ষম হয়েছে।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা