পুরাকীর্তির তালিকায় নাম তুলেই দায়িত্ব সেরেছে প্রত্মতত্ত্ব অধিদপ্তর

মৌর্য্য, গুপ্ত, পাল রাজাদের শাসনামল শুধু নয়, আছে-বৌদ্ধ ভিক্ষুসহ প্রাচীন আমলের স্মৃতি বিজড়িত অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গাইবান্ধা, বগুড়া ও আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব প্রত্নস্থলে পর্যটক টানতে নেই পরিকল্পিত কোন আয়োজন।গাইবান্ধার প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এসব নিদর্শনের মধ্যে আছে কয়েকশো বছরের পুরনো মসজিদ, রাজ প্রাসাদ, জমিদার বাড়ি ও জোতদার বাড়ি।
১৩টিরও অধিক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে মাত্র ৩টি পুরাকীর্তির তালিকায় নাম তুলেই দায়িত্ব সেরেছে প্রত্মতত্ত্ব অধিদপ্তর। সংরক্ষণের অভাবে নিঃশ্চিহ্ন ও দখল হয়ে গেছে বেশ কিছু স্থাপনাও।
প্রচার-প্রচারণাও না থাকায় গুরুত্ব হারিয়েছে প্রত্মতাত্ত্বিক সংরক্ষণের নিদর্শনগুলো। ফলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে এ জেলার পুরনো ইতিহাস। জায়গাগুলোর বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্মতত্ত্ব অধিদপ্তরকেও চিঠি দিয়ে জানানোর কথা জানালেন জেলা প্রশাসক।
ব্রিটিশ শাসনামলে রাজা-বাদশাহ বা জমিদাররা গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়ায় অবস্থিত লোন অফিস থেকে লোন দিতেন ও আদায় করতেন। এর নির্মাণশৈলী সহজেই আকৃষ্ট করে মানুষকে।গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট এলাকায় রাজপ্রাসাদসহ তিনটি স্থাপনা দীর্ঘদিন আগেই মাটির নিচে অনেকটাই দেবে গেছে। দেবে যাওয়া রাজপ্রাসাদ ও অন্য দুটি স্থাপনার উপরের অংশ এখন মাটিতে পরিণত হওয়ায় দেখে বোঝা যায়, এসব শুধু এখন উঁচু মাটির ঢিবি বা স্তুপ।
সুদূর প্রাচীনকাল থেকেই রাজা-বাদশাহদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি। এখানকার দুটি ভবনের দেওয়াল ও কক্ষের ভেতর জন্মেছে আগাছা।
অন্যদিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী পাড়া গ্রামে উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার-শিল্পী, চলচ্চিত্রকার তুলসী লাহিড়ীর জমিদার বাড়িও নিঃশ্চিহ্ন হওয়ার পথে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট রাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি-দোকানপাট। যত্নের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে নিদর্শনগুলো। আর বিরাট রাজার বড় বড় পুকুর দখল করে চলছে মাছ চাষ।
গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থ থেকে জানা গেছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বিরাট রাজার গড়। বিংশ শতাব্দীর শুরুতে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিখে গেছেন। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাটের এলাকায়। এই এলাকায় কী পরিমাণ জমি রয়েছে, উপজেলা পরিষদ কার্যালয়ে সেই হিসাব পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানান, সেখানে অন্তত ৫০ একর জমি থাকতে পারে।
এতালিকায় আরও আছে সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের জোতদার প্যারিমাধব সরকারের বাড়ি, সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের জোতদার ইয়াকুব উদ্দিন সরদারের বাড়ি।
এসব নিদর্শন এখন শুধু টিকে আছে কালের স্বাক্ষী হয়ে। এরই মধ্যে ২০১০ সালের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রী শিরিনধর্ন জোতদার প্যারিমাধব সরকারের বাড়িটি পরিদর্শন করেছেন।
এদিকে প্রত্মতত্ত্ব অধিদপ্তর রংপুর বিভাগের সংরক্ষিত ঘোষিত পুরাকীর্তির তালিকায় পলাশবাড়ির দরিয়ার দুর্গ মাউন্ড ও ধ্বংসপ্রাপ্ত দরগাহ, কাদিরবক্স মন্ডলের মসজিদ ও গোবিন্দগঞ্জের বিরাট রাজার ঢিবি।
ঐতিহাসিক নিদর্শন ঘিরে প্যাকেজের মাধ্যমে ট্যুরিস্ট বাস ও গাইড চালুর উদ্যোগ নেয়া হলে। সেক্ষেত্রে পর্যটনকেন্দ্রিক অর্থনীতি চাঙ্গা হবার পাশাপাশি দেশ-বিদেশের মানুষের কাছে এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য পৌঁছানো যাবে। রংপুর-রাজশাহী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা বলেন, 'বড় পরিসরে যাতে স্থাপনাগুলো নির্মাণ করা যায়, পর্যটকরা যেন নির্বিঘ্নে পরিদর্শন করতে পারেন। সেই সুযোগগুলো সৃষ্টি করা হবে।'
গাইবান্ধার বিরাট রাজার ঢিবিসহ খনন কার্যক্রম হাতে নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংশ্লিষ্টরা মনে করেন বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধার এসব প্রত্নস্থলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ট্যুরিস্ট বাস, গাইডসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হলে পর্যটকদের ভ্রমন যেমন সহজ হবে, তেমনি বিকশিত হবে পর্যটনকেন্দ্রিক অর্থনীতি।
এমএসএম / এমএসএম

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা

জয়পুরহাটে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর ৩১ দফার লিফলেট বিতরণ

শেরপুরে এনসিপি নেতা সারজিস আলম: এনসিপি অন্য কোন প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

তানোরে বিধবার জমি জবরদখল
