ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে পরের জমি বিক্রিঃ আটক-২


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ১:২৮

কক্সবাজারের কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে আরেক জনের জমি বিক্রি করতে গিয়ে  কুতুবদিয়া সাব-রেজিস্টার সাহেদ হোসেন চৌঃ হাতে ধরা খেয়েছেন দুই প্রতারক।মঙ্গলবার দলিল রেজিস্ট্রি চলাকালীন সাবরেজিস্টারের সন্দেহ হলে জেরার মুখে সত্য স্বীকার করে প্রতারকচক্র। এসময় ভুয়া দাতা ও গ্রহিতাকে পুলিশের হাতে তুলে দেন তিনি। 

আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ ইউনিয়নের শামশুল আলম (দাতা) এবং কুতুবদিয়া উপজেলার পূর্ব লেমশীখালীর মৃত ছালাহ উদ্দিনের ছেলে জাফর আলম। জানা যায়, মঙ্গলবার উপজেলার লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আকবর আলী সিকদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আমির হামজার মালিকানাধিন লেমশীখালী মৌজার ১৮২ নং বিএস খতিয়ানের ৫৭.৯০ শতক জমি বিক্রির জন্য স্থানীয় দালাল সোহেলের প্ররোচনায় কুতুবদিয়া সাব রেজিস্ট্রার অফিসে যান প্রতারক চক্র। এসময় প্রতারক চক্র আমির হামজার অরিজিনাল এনআইডি কার্ডও সাথে নিয়ে যান। এনআইডি কার্ডের ছবির সাথে প্রতারক শামশুল আলমের চেহেরায় কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল না পাওয়ায় দাতাকে বারবার জেরা করেন সাব রেজিস্ট্রার। এক পর্যায়ে দাতাকে আইডি কার্ডে থাকা দস্তখত করতে বললে প্রতারক ধরা পড়ে যায়। তবে প্রতারক মিথ্যাচারের আশ্রয় নিয়ে সাব রেজিস্ট্রারকে নিজের ভুল নাম আবুল কাশেম ও ঠিকানা বোয়ালখালী উপজেলার গোমা দণ্ডী ইউনিয়নের ফতে মৌ চৌধুরী পাড়ার হাবিবুর রহমানের ছেলে বলে জানান। কিন্ত পরে পুলিশি জেরার মুখে সঠিক নাম শামসুল আলম ও ঠিকানা আনোয়ারা উপজেলার তৌলার দ্বীপ  বলে জানান।

এ ব্যাপারে সাব রেজিস্টার সাহেদ হোসেন জানান, মঙ্গলবার একজন জাল দাতা সনাক্ত হয়। প্রকৃত মালিকের জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে এসময় স্থানীয় লেমশীখালী আনু বাপের পাড়ার মান্নানের ছেলে দালাল সোহেলের পরোচনায় প্রতারক শামসুল আলম জাল দাতা সাজেন। তাকে দাতা হিসেবে সনাক্ত করেন আরেক প্রতারক লেমশীখালী জাহালিয়া পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে মোঃ কাউছার। এসময় দুজনকে আটক করা হলে বাকিরা সুকৌশলে পালিয়ে যায়। এব্যাপারে  বিবাদী করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কানন সরকার জানান, ঘটনা শুনেছি। দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি