কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে পরের জমি বিক্রিঃ আটক-২

কক্সবাজারের কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে আরেক জনের জমি বিক্রি করতে গিয়ে কুতুবদিয়া সাব-রেজিস্টার সাহেদ হোসেন চৌঃ হাতে ধরা খেয়েছেন দুই প্রতারক।মঙ্গলবার দলিল রেজিস্ট্রি চলাকালীন সাবরেজিস্টারের সন্দেহ হলে জেরার মুখে সত্য স্বীকার করে প্রতারকচক্র। এসময় ভুয়া দাতা ও গ্রহিতাকে পুলিশের হাতে তুলে দেন তিনি।
আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ ইউনিয়নের শামশুল আলম (দাতা) এবং কুতুবদিয়া উপজেলার পূর্ব লেমশীখালীর মৃত ছালাহ উদ্দিনের ছেলে জাফর আলম। জানা যায়, মঙ্গলবার উপজেলার লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আকবর আলী সিকদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আমির হামজার মালিকানাধিন লেমশীখালী মৌজার ১৮২ নং বিএস খতিয়ানের ৫৭.৯০ শতক জমি বিক্রির জন্য স্থানীয় দালাল সোহেলের প্ররোচনায় কুতুবদিয়া সাব রেজিস্ট্রার অফিসে যান প্রতারক চক্র। এসময় প্রতারক চক্র আমির হামজার অরিজিনাল এনআইডি কার্ডও সাথে নিয়ে যান। এনআইডি কার্ডের ছবির সাথে প্রতারক শামশুল আলমের চেহেরায় কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল না পাওয়ায় দাতাকে বারবার জেরা করেন সাব রেজিস্ট্রার। এক পর্যায়ে দাতাকে আইডি কার্ডে থাকা দস্তখত করতে বললে প্রতারক ধরা পড়ে যায়। তবে প্রতারক মিথ্যাচারের আশ্রয় নিয়ে সাব রেজিস্ট্রারকে নিজের ভুল নাম আবুল কাশেম ও ঠিকানা বোয়ালখালী উপজেলার গোমা দণ্ডী ইউনিয়নের ফতে মৌ চৌধুরী পাড়ার হাবিবুর রহমানের ছেলে বলে জানান। কিন্ত পরে পুলিশি জেরার মুখে সঠিক নাম শামসুল আলম ও ঠিকানা আনোয়ারা উপজেলার তৌলার দ্বীপ বলে জানান।
এ ব্যাপারে সাব রেজিস্টার সাহেদ হোসেন জানান, মঙ্গলবার একজন জাল দাতা সনাক্ত হয়। প্রকৃত মালিকের জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে এসময় স্থানীয় লেমশীখালী আনু বাপের পাড়ার মান্নানের ছেলে দালাল সোহেলের পরোচনায় প্রতারক শামসুল আলম জাল দাতা সাজেন। তাকে দাতা হিসেবে সনাক্ত করেন আরেক প্রতারক লেমশীখালী জাহালিয়া পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে মোঃ কাউছার। এসময় দুজনকে আটক করা হলে বাকিরা সুকৌশলে পালিয়ে যায়। এব্যাপারে বিবাদী করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কানন সরকার জানান, ঘটনা শুনেছি। দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
