কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে পরের জমি বিক্রিঃ আটক-২

কক্সবাজারের কুতুবদিয়ায় ভুয়া দাতা সেজে আরেক জনের জমি বিক্রি করতে গিয়ে কুতুবদিয়া সাব-রেজিস্টার সাহেদ হোসেন চৌঃ হাতে ধরা খেয়েছেন দুই প্রতারক।মঙ্গলবার দলিল রেজিস্ট্রি চলাকালীন সাবরেজিস্টারের সন্দেহ হলে জেরার মুখে সত্য স্বীকার করে প্রতারকচক্র। এসময় ভুয়া দাতা ও গ্রহিতাকে পুলিশের হাতে তুলে দেন তিনি।
আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ ইউনিয়নের শামশুল আলম (দাতা) এবং কুতুবদিয়া উপজেলার পূর্ব লেমশীখালীর মৃত ছালাহ উদ্দিনের ছেলে জাফর আলম। জানা যায়, মঙ্গলবার উপজেলার লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আকবর আলী সিকদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আমির হামজার মালিকানাধিন লেমশীখালী মৌজার ১৮২ নং বিএস খতিয়ানের ৫৭.৯০ শতক জমি বিক্রির জন্য স্থানীয় দালাল সোহেলের প্ররোচনায় কুতুবদিয়া সাব রেজিস্ট্রার অফিসে যান প্রতারক চক্র। এসময় প্রতারক চক্র আমির হামজার অরিজিনাল এনআইডি কার্ডও সাথে নিয়ে যান। এনআইডি কার্ডের ছবির সাথে প্রতারক শামশুল আলমের চেহেরায় কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল না পাওয়ায় দাতাকে বারবার জেরা করেন সাব রেজিস্ট্রার। এক পর্যায়ে দাতাকে আইডি কার্ডে থাকা দস্তখত করতে বললে প্রতারক ধরা পড়ে যায়। তবে প্রতারক মিথ্যাচারের আশ্রয় নিয়ে সাব রেজিস্ট্রারকে নিজের ভুল নাম আবুল কাশেম ও ঠিকানা বোয়ালখালী উপজেলার গোমা দণ্ডী ইউনিয়নের ফতে মৌ চৌধুরী পাড়ার হাবিবুর রহমানের ছেলে বলে জানান। কিন্ত পরে পুলিশি জেরার মুখে সঠিক নাম শামসুল আলম ও ঠিকানা আনোয়ারা উপজেলার তৌলার দ্বীপ বলে জানান।
এ ব্যাপারে সাব রেজিস্টার সাহেদ হোসেন জানান, মঙ্গলবার একজন জাল দাতা সনাক্ত হয়। প্রকৃত মালিকের জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে এসময় স্থানীয় লেমশীখালী আনু বাপের পাড়ার মান্নানের ছেলে দালাল সোহেলের পরোচনায় প্রতারক শামসুল আলম জাল দাতা সাজেন। তাকে দাতা হিসেবে সনাক্ত করেন আরেক প্রতারক লেমশীখালী জাহালিয়া পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে মোঃ কাউছার। এসময় দুজনকে আটক করা হলে বাকিরা সুকৌশলে পালিয়ে যায়। এব্যাপারে বিবাদী করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কানন সরকার জানান, ঘটনা শুনেছি। দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন
