স্বরূপকাঠীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা ঘটনায় র্যাবের অভিযানে বর্তমান চেয়ারম্যান গ্রেফতার
পিরোজপুরের (নেছারাবাদ) স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা ঘটনায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার প্রধান আসামী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।বরিশাল র্যাব-৮ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা ঘটনার মূল হোতা ও প্রধান আসামী কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলো- স্বরূপকাঠীর কুড়িয়ানা গ্রামের সমীরণ হালদারের ছেলে সুষময় হালদার (১৮), আকলম মুসলিম গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে জালিস মাহমুদ (২৪) এবং সংগীতকাঠি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৩)।
অন্যদিকে পিরোজপুর জেলা ডিবি পুলিশ ও নেছারাবাদ থানার পুলিশ মঙ্গলবার রাঁতে অভিযান চালিয়ে নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শেখর কুমার হত্যা মামলার এজাহার নামীয় ৪ জন আসামীকে গেফতার করেছে। এরা হলেন- হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী শংকর সরকার (৪২), ৯নং আসামী তাপস মজুমদার (৫০), ১১নং আসামী স্বাধীন হালদার (৩০), এবং ১২নং আসামী বাবুল হাওলাদার (৫৫)।অভিযানে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. মুকিত হাসান খাঁন, নেছারাবাদ সার্কেল সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা, অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ারসহ থানা পুলিশ ও ডিবি পুলিশ উপস্থিত ছিল। এর আগে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যা ঘটনায় তার স্ত্রী মালা মন্ডল (৪৫) বাদী হয়ে মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ থানায় দন্ড বিধির আইনে ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার স্থানীয় ৪২নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন। তিনি কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে সেখানে ওঁৎ পেতে থাকা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে ২৫/৩০ জন দুর্বৃত্ত শেখর কুমার শিকদার হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে দৃর্বৃত্তরা তাকে মৃত মনে করে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত শেখর কুমারকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল র্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, হত্যার সাথে জড়িত ব্যক্তিরা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে। উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৮ (সিপিএসসি ক্যাম্প) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। র্যাব-৮, সিপিএসসি কোম্পানী বিশেষ গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে র্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে ৪ আসামীকে গ্রেফতার করে। পরবর্তীতে উল্লেখিত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব-৮।
এদিকে, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম নেছারাবাদ থানায় এক প্রেসব্রিফিং-এ এজাহারনামীয় ৪ আসামী পুলিশের হাতে গ্রেফতার ও মূলহোতা সহ ৪ জন র্্যাবের হাতে গ্রেফতারের কথা জানান । তিনি আরও বলেন বাকী আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবে এজন্য আমরা সাংবাদিক সহ সবার সহযোগিতা কামনা করছি।বিশেষভাবে আটঘড় কুড়িয়ানা ইউপি বাসির প্রতি দৃষ্টি আকর্ষন করছি আপনারা প্রতিশোধের চিন্তায় নতুন কোন অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটান সে দিকে খেয়াল রাখবেন এবং বাকি আসামীদের গ্রেফতারে সহযোগিতা করবেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি
কুতুবদিয়ায় মা-ছেলেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩
রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা
মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান
তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ