ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

খুলনায় কৃষকলীগ নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৩:৩৩

খুলনার দক্ষিন টুটপাড়া এলাকায় এক সমিতি ব্যবসায়ী এবং ৩০ নং ওয়ার্ড কৃষকলীগের যুগ্ম-আহবায়ককে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ করেছেন তার পরিবার। বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। কৃষকলীগ নেতার নাম আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুনের মাতা এবং স্ত্রী এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুনের মাতা রিনা বেগমের পক্ষে সংবাদ সম্মেলন পাঠ করেন তানিয়া আক্তার। তানিয়া আক্তার রিনা বেগমের পক্ষে লিখিত বক্তব্যে বলেন,  আমার ছেলে আব্দুল আল মামুনকে বার বার পুলিশি ও মামলা মোকদ্দমায় জড়ায়ে হয়রানির শিকার করছে একটি চক্র। আমার ছেলেকে গত ২৯ শে জানুয়ারী দিবাগত রাত পৌনে একটার দিকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে ডেকে কথা বলার জন্য নিয়ে যায় কিছু লোক। এ সময় তারা বলেন, আব্দুল্লাহর নামে ওয়ারেন্ট আছে। বাসা থেকে হ্যান্ডকাপ পড়িয়ে আব্দুল্লাহকে মোটর সাইকেলে করে নিয়ে যায় ডিবি পুলিশ। কিন্তু ডিবি পুলিশ কোন ওয়ারেন্ট কপি দেখাননি। এরপর আব্দুল্লাহর অবস্থান লবণচরা থানায় জানতে পারি। থানা পুলিশ জানান, আমার ছেলে আব্দুল্লাহর একটা মারামারি মামলার ওয়ারেন্ট আছে। কিন্তু ওয়ারেন্টের কোন কাগজ পুলিশ তখনো দেখাতে পারেননি। এজন্য থানায় আমি সকাল ৬টা পর্যন্ত অবস্থান করি। আমি ৬টার সময় বাসায় চলে যাই আবার সকাল আমি ১০টার দিকে থানায় যাই। এ সময় জানতে পারি, আমার ছেলে আব্দুল্লাহ ও আরো একজনকে অস্ত্র মামলা দিয়ে কোর্টে চালান করবে পুলিশ। কিন্তু আমার ছেলেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, পুরো ঘটনাটি সাজানো নাটক। তিনি বলেন, ২৯শে জানুয়ারী রাতে র কিছু অসাধু পুলিশ সবকিছু ধোয়াশা রেখে আমার ছেলেকে অস্ত্র মামলা দিয়ে ফাসিয়েছেন। আর এই অস্ত্রের যোগানদাতা নুর আজিম নামে একটি। কারন হিসেবে তিনি বলেন, পুলিশের দেখানো অস্ত্রের ছবি ও নুর আজিমের ফেসবুক আইডিতে শেয়ার করা অস্ত্রের ছবি একই। অসাধু কিছু পুলিশের সাথে নুর আজিমের যোগসাযোশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। আব্দুল্লাহ আল মামুনের সাথে সোহাগ ও পালসার সোহেলের কোন সখ্যতা নইে বলে তিনি দাবী করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন আলোড়ন সমবায় কল্যান সমিতির ব্যবসা করে। সেই সাথে আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ আওয়ামীলীগের অংগ সংগঠন খুলনা কৃষকলীগের ৩০ নং ওয়ার্ড কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্বরত রয়েছে। বেশ পূর্বে আমার ছেলের নামে নুর আজিম ও তার লোকজন দুইটি মারামারির মিথ্যা মামলা দিয়েছে। নুর আজিম এবং তার লোকজন প্রকাশ্য দিবালোকে টুটপাড়ায় পলাশ নামে এক যুবককে হত্যা করে। হত্যার শিকার হওয়া পলাশ আলোড়ন সমবায় কল্যান সমিতির একজন সদস্য ছিলেন। এ হত্যা মামলার সাক্ষী হওয়ায় তার ছেলেকে বিভিন্ন সময় সাক্ষী না দেয়ার জন্য চাপ প্রয়োগ করে নুর আজিম। আমার ছেলেকে বিদেশ চলে যেতে বলেছে এবং সমিতি চালাতে হলে প্রতি মাসে ১৫ হাজার টাকা নুর আজিমকে দিতে হবে বলে বিভিন্ন মাধ্যমে জানায় নুর আজিম। এ বিষয়ে আমার এলাকাধীন টুটপাড়া পুলিশ ফাড়িতে জানালেও ফাড়ি পুলিশ কখনো লিখিত অভিযোগ নিতে রাজি হননি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ আমার ছেলেকে নিয়ে যাওয়ার আগে আমার ছেলেকে কিছুদিন যাবৎ নুর আজিম বার বার ফেইসবুক মেসেঞ্জেরে কল করে হুমকি দিয়েছে আর বলছে তোরে পিস্তল দিয়ে চালান করে দিলে তোর দেয়া সাক্ষী-সবুতের কোন গুরুত্ব থাকবে না। আমার ছেলে এর প্রতিবাদ করায় এক পর্যায়ে নুর আজিম পুলিশ দিয়ে ধরানোর ভয় দেখায়। তারপর ২৯ তারিখ রাতে পুলিশ এসে আমার ছেলেকে ধরে নিয়ে যায় আর পরে জানতে পারি, তাকে অস্ত্র দিয়ে চালান দিয়েছে পুলিশ। যা পরিকল্পিত বলে তিনি দাবী করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার দিন রাতে আব্দুল্লাহ বাসায় ছিলো। হঠাৎ করে পুলিশ এসে ওয়ারেন্টের কথা বলে তাকে নিয়ে যায়। পরে অস্ত্র মামলা দিয়ে আদালতে চালান করেছে। যা পুরো মিথ্যা এবং সাজানো। তিনি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, ২৯ তারিখ দিবাগত রাতের ঘটনাটি বিশ্লেষন করে সঠিক তদন্ত করে এ মিথ্যা অস্ত্র মামলার সাথে জড়িতদের খুজে বের করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। 

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা