ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দেড় দশক পর প্রথমবার আইভীর সঙ্গে এক টেবিলে শামীম ও সেলিম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-২-২০২৪ বিকাল ৫:১৮

বর্তমান সরকারের দেড় দশকে এই প্রথম নাগরিক সমস্যা সমাধানে এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী তিন জনপ্রতিনিধি সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমান।শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে ফুটপাতের হকার, ইজিবাইক, অবৈধ স্ট্যান্ড ও যানবাহন উচ্ছেদে একমত হয়েছেন প্রভাবশালী এ তিন জনপ্রতিনিধি। 

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আগামীকাল রোববার থেকেই যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল।

সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রশাসনের উদ্দেশে বলেন, রোজার সময় কন্ট্রোল করে ফেলেন ঠিকই। আমরা আমাদের কাজ সঠিকভাবে করলে কোনো প্রব্লেম থাকে না। ট্রাফিক তো সিটি করপোরেশন বা এমপির ওপর দোষ চাপাতে পারে না। আপনাদের কাছে চিঠি দেওয়া আছে বৈধ বা অবৈধ স্ট্যান্ডের। 

আইভি আরও বলেন, ৬০০ হকারদের পুনর্বাসন করা হয়েছে। তারা সবাই দোকান বিক্রি করে রাস্তায় বসছে। প্রতিটি সড়ক হকারদের দখলে। হকার সড়কে বসতে পারবে না। এটা আজ আমার বড় দুই ভাইকে কমিটমেন্ট দিতে হবে। মেয়রদের কথা প্রশাসন শোনে না, এমপিকেই এটা বলতে হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, সিদ্ধিরগঞ্জে একটা সমস্যা ইপিজেড ছুটি হলে রাস্তাটা অকেজো হয়ে যায়। ফুটওভার হলে সেই রাস্তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি আর আইভী একটা কাগজে সই করে পাঠালেই এটা (সমাধান) হয়ে যাবে। 

তিনি আরও বলেন, ভালো কাজ আমরা সবাই মিলে করব। পুরো শহর হকার মুক্ত করুন। কবে করবেন জানান। মেয়র আবেদন করলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেবে। বিআরটিএ’র পারমিশন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া উচিত না বলে জানান তিনি। বিআরটিএ প্রয়োজনের অতিরিক্ত গাড়ির পারমিশন দেবে না। আর সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীদের আগে মূল্যায়ন করা উচিত। 

সমস্যার সমাধান করতে হলে সবাইকে কাজ করতে হবে জানিয়ে শামীম ওসমান বলেন, আমার তরফ থেকে কোনো বাধা আসবে না। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, আমাদের একত্রিত হতে হবে। একটা ফুটপাতও দখলে থাকবে না। এটা না থাকলে মাদক, ইভটিজিংও থাকবে না। হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী। তাদের জান বের হয়ে যায় পরীক্ষা থাকলে। আমরা বাস কিনে দিয়েছি। কিন্তু কলেজ গেটে বাস কোথা দিয়ে যাবে? কেন এই রাস্তা বারবার উচ্ছেদ করার পরেও কাঁচাবাজার বসে সেখানে? এগুলো শক্তহাতে প্রতিহত করতে পারলে বসব, নয়তো আমরা বসব না।

সেলিম ওসমান আরও বলেন, এখানে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে চলাচল করতে দিতে হবে। আমরা মেয়রকে অবশ্যই সহযোগিতা করব। আমরা একসাথে বসব স্বেচ্ছাসেবী নেব। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জে কোনো সমস্যা রাখব না। আমার মেয়র আইভীকে নিয়ে আমার ছোট ভাই শামীম ওসমানকে নিয়ে আমরা এটা করব।

সবশেষ ২০১৮ সালের ১৬ জানুয়ারি ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার শিকার হন মেয়র আইভী। সে সময় হকারদের পক্ষ নেন শামীম ওসমান। সে থেকে মেয়র আইভী ও শামীম ওসমান এমপি প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক