ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় সমর্থককের বাড়ি ভাঙচুর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-২-২০২৪ বিকাল ৫:৫২

ফরিদপুরের ৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর সমর্থকরা নৌকার প্রার্থীর সমর্থককের বাড়ি ভাঙচুর ও লুট পাটের অভিযোগ উঠেছে । এলাকায় নৌকার প্রার্থীর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর পক্ষে কাজ করার কারণে তাদের পেটানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।আধিপত্য বিস্তার ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও লুটপাটেরর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২ ফ্রেরুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৫ জনকে আসামি করে ভাঙ্গা থানায় এজার দায়ের করা হয়েছে। 

হামলায় গুরুতর আহত  মর্জিনা বেগম(৪৫), রেহানা বেগম (৪০), মুন্নি আক্তার (২০) ও আলামিন মীর (২২)কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকা  ও মামলার এজহার সূত্রে জানা যায়, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা  গ্রামে শাহ সূফী হযরত রহমান ফকিরের ওরশ উপলক্ষে মেলার আয়োজন চলছিল। উক্ত মেলায় বাররা গ্রামের আলামিন ও মুন্নার সাথে ফুকুরহাটি গ্রামের নুরু খাঁর ছেলে রতনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ জুয়েল ফকির, আক্তার শেখ, আকাব্বর শেখ, সুমন শেখ, ইদ্রিস মাতুব্বর ও রতন খা সংঘবদ্ধ হয়ে মুন্না মুন্সীকে বাশের লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে।
ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা আলামিন মীর ও মুন্না মুন্সীকে দেখে নেও্য়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার ঘণ্টাখানেক পর জুয়েল ফকির, আক্তার শেখ, আকাব্বর শেখ, সুমন শেখ, ইদ্রিস মাতুব্বর ও রতন খাসহ আরো অজ্ঞাত ২৫/৩০ জন কামাল মাতুব্বরের নির্দেশে একত্রিত হয়ে  বাশের লাঠি রামদা,চাপাতি, হকিষ্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়া নিয়ে ৭/৮ টি বাড়িঘর ভাংচুর করে এবং ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণের গহনা লুট করে।

বাড়িঘর ভাঙচুরের এ ঘটনায়  ক্ষতিগ্রস্তরা হলেন- আলামিন মীর, বারেক মীর, লুৎফর মীর, জব্বার মীর, জহুর জমাদ্দার , ইউনুস জমাদ্দার ও মর্জিনা বেগম।
এ বিষয় ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে আলামিন মীর বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি এজহার দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এছারাও ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ

আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া

চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫

শালিখায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল

রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

বরগুনার দুটি আসনে ১৮ জনের মনোনয়নপত্র জমা