ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সিংগাইরে নিহত কুদ্দুসের তিন প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব নিলেন এমপি: টুলু


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৪:৪৩

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের হামলায় নিহত কুদ্দুসের প্রতিবন্ধী তিন সন্তান সজিব (২২), স্বম্পা (১৮) ও মারিয়া (১২) এর দায়িত্ব নিলেন মানিকগঞ্জ-২ আসনের জনপ্রিয় সাংসদ দানবীর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি জাহিদ আহমেদ টুলু। গতকাল ৪ ফেব্রুয়ারী রোববার বেলা অনুমান ৪ টার দিকে নিহত কুদ্দুসের বাড়ি সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শ্ন করেন এমপি টুলু।

এদিকে এমপি টুলুকে দেখামাত্র নিহতের স্বজনদের কান্নার আহাজারিতে আশপাশ ভারি হয়ে আসে। কান্না জড়িত কন্ঠে তারা এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। তারা দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ কুদ্দুস নিহত হয়েছেন। এ সময় এমপি টুলুর সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বলধারা ইউপির বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম,  সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জয়মন্টপ ইউনিয়নের বার বার নির্বাচিত ‘সুপারম্যান খ্যাত‘ জনপ্রিয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহাদৎ হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সদস্য জামির্ত্তা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের ধর্ম্ বিষয়ক সম্পাদক ধল্লা ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া, সিংগাইর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সায়েদ বেপারী, সিংগাইর পৌর আ সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস হোসেন লিটন, সিংগাইর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রমিজউদ্দিন, চান্দহর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডা: আজম মাহমুদ প্রমূখ। এ সময় নিহত কুদ্দুসের স্বজনদের সান্তনা দেবার পর  নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন এমপি টুলু। এমপি টুলু বলেন, যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের প্রতি আহবান জানান তিনি। টুলু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাংলায় কেউ কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। যারা এ ঘটনায় জড়িত তাদের সবাইকে আইনের হাত থেকে কেউ রক্ষা করতে পারবেনা। এছাড়াও তিনি নিহতের প্রতিবন্ধী তিন সন্তানের নিয়মিত খোঁজ খবর নিবেন বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য যে, গত শনিবার ৩ ফেব্রুয়ারী সকালে প্রথম দফার পর দ্বিতীয় দফার সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় কুদ্দুস নিহত হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এসআই আব্দুস সালাম ও এএসআই আজিজুলকে প্রত্যার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় নিহতের পক্ষ হতে বাদী হয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন