ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ডামুড্যাতে নারী চিকিৎসক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মিথ্যা মামলার অভিযোগ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৫-২-২০২৪ বিকাল ৫:৩০

শরীয়তপুরের ডামুড্যাতে নারী চিকিৎসক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ এনেছে তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম। তিনি দাবী করেছেন, তার স্বামীকে বাসায় ডেকে নিয়ে উল্টো মারধর করেছেন চিকিৎসক দম্পতি ও তার মা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে তার নিজ কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি। অন্যদিকে একই সময়ে ওই মামলার আরেক আসামী ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার শহিদুল ইসলাম মৃধাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ডামুড্যা উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এসোসিয়েশন (ফারিয়া)। 

সংবাদ সম্মেলনে খাদিজা খানম বলেন, কিছুদিন ধরে ঔষধ লেখার বিনিময়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত তারিন তন্বী তার স্বামী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার জন্য একটি মোটরসাইকেল দাবী করছিলেন ওষুধ কোম্পানির শহিদুল ইসলাম মৃধার কাছে। ওনি মোটরসাইকেল না দিলে নুসরাত তারিন তন্বীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। এসব বিষয় নিয়ে গত ৩১ জানুয়ারি শহিদুল ইসলাম মৃধাকে লাথি চর থাপ্পর দেন নারী চিকিৎসকের স্বামী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। মারধরের ব্যাপারে শহিদুল আমাকে জানালে আমি বিষয়টি মিমাংসা করতে আমার স্বামী জুলহাস মাদবরকে সেখানে পাঠাই। পরে রাস্তার মধ্যে তর্ক বিতর্ক হলে, আমার স্বামীকে বাসায় বসে বিষয়টি মীমাংসা করতে ডেকে নিয়ে যায় নুসরাত তারিন তন্বী ও তার স্বামী । পরে বাসার গেটের মধ্যে নিয়ে আমার স্বামীর কলার টেনে ধরে মাটিতে ফেলে মারধর করে তন্বী আর তার স্বামী মঞ্জুরুল এবং মা মাসুমা খাতুন। আমার স্বামী একজন গণ্যমান্য ব্যক্তি, ওনি কখনোই নারীর গায়ে হাত দিবে না। তারা আমাদের পরিবারকে হেয় করতে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে। বিষয়টি তদন্ত করলে ঘটনা সত্যতা উঠে আসবে। 

সংবাদ সম্মেলনে ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধার স্ত্রী শামীমা ইসলাম অভিযোগ করে বলেন, একজন ওষুধ কোম্পানির প্রতিনিধির সামান্য টাকার বেতন। যে বেতন দিয়ে আমার সংসার চালিয়ে বাচ্চার দুধ কেনার টাকাও থাকে না। এরপরেও চিকিৎসক তন্বী ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে তার স্বামীর জন্য একটি মোটরসাইকেল দাবি করেন। আমার স্বামী তা দিতে না পারায় উল্টো তাকে মারধর করা হয়েছে। কিন্তু চিকিৎসক তন্বী আর তার স্বামী তাদের উপর যে মারধরের ঘটনা সাজিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। 

এদিকে উপজেলা চত্বরে মানববন্ধন করে ডামুড্যা উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা। মানববন্ধনে ডামুড্যা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, প্রথমে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি শহিদুল ইসলামকে মারধর করেছেন নুসরাত তারিন তন্বীর স্বামী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এজন্যই পরবর্তীতে দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। ঘটনার সঠিক তদন্ত করা হলে সত্যটা বের হয়ে আসবে। আমরা শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই