রাজনীতিতে রনির পুনরুত্থান, আশায় বুক বাঁধছে অনুসারীরা

অমাবস্যার অন্ধকার কেটে গেছে। রাজনীতির নানা বাঁক দেখে ফেলেছেন এক দশকের পথচলায়। রাজপথ ছাড়েননি কখনো। নানা চড়াই উৎরাই পেরিয়ে নতুন দিনের সূর্য উঠেছে। চট্টগ্রামের রাজনীতিতে 'ছাত্রবীর' খ্যাত নূরুল আজিম রনির ঠাঁই হয়েছে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটিতে। শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এই প্রাপ্তিতে উদ্বেলিত রনির হাজার হাজার অনুসারী ছাত্র-যুব নেতাকর্মীরা।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোজাফফর হোসেন পল্টুকে। কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে হারুনুর রশিদকে। আর মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব করা হয়েছে।
এই কমিটিতে সদস্য পদ পাওয়া নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন রাজনীতি করার পর এবার আওয়ামী লীগে দলীয় পদ পেলেন।
শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ভাতা আদায় বিরোধী আন্দোলন, ভর্তি বাণিজ্য বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন, মাঠ রক্ষার আন্দোলনসহ জনবান্ধব বেশ কিছু আন্দোলনে রনির সাহসী ভূমিকা সারাদেশে প্রশংসিত।
শুধু ছাত্র বান্ধব কর্মসূচি নয়, আগুন সন্ত্রাস, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে সব সময় ছিলেন রাজপথে। প্রয়াত আওয়ামী লীগ নেতা নগর আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্নেহধন্য রনি। নগরীর নানা নাগরিক আন্দোলনে সামিল হয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভালোবাসা পেয়েছেন রনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এই ছাত্রনেতা এতদিন বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের রাজনীতিতে সরব ছিলেন।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকার সময় নগরীর কাজেম আলী স্কুলের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসেন। এরপর নগরীর স্কুল-কলেজে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে, অতিরিক্ত ভর্তি ফি ও অতিরিক্ত ফরম পূরণ ফি’র বিরুদ্ধে আন্দোলন করে তিনি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের জনসমর্থন লাভ করেন। নগরীর বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন নুরুল আজিম রনি।
পরবর্তীতে খেলার মাঠ নিয়ে আন্দোলন করেও প্রশংসা লাভ করেন। তবে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গণে রনি সবার নজর কেড়েছিলেন ২০১৫ সালে; চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ইসলামী ছাত্রশিবিরের কব্জা থেকে উদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে।
এমএসএম / এমএসএম

বাগেরহাটে সংসদীয় আসন হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে চিতলমারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী "দুই বেকারিকে ভোক্তা আইনে জরিমানা

সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে

মাগুরায় ৯ মাস আগে রাস্তার কাজ শুরু হলেও ইট-বালুর কোন অস্তিত্ব নাই

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্বোধন

জয়পুরহাটে শ্রমিক দলের ইউনিট সদস্যদের মাঝে নিবন্ধন ফরম বিতরণ

রাণীনগরে কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টা যুবক আটক

নবীনগরে সরকারি খালের উপর অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

ফটিকছড়িতে নিখোঁজের ২সপ্তাহ পরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

তাড়াশে গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
