ঢাকা মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিরায় রেলের জমি উদ্ধার, থানায় মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১:৪৭

সীতাকুন্ডের কুমিরা রেল স্টেশন লাগোয়া রেলের প্রায় ৮ একর জমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলের বিষয় নিয়ে বাংলো ভাঙচুর ও মাটি ভরাট করে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করায় দখলদারের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিশাল এলাকা জুড়ে অবৈধ দখল বাংলো ভাঙচুর ও মাটি ভরাট করে রেল চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য কোন শাস্তি বা আইনের আওতায় আনার জন্য বলা হয়নি। শুধুমাত্র পরবর্তীতে যাতে আবারো দখল করতে না পারে সেজন্য নজরদারি করতে বলা হয়েছে এজাহারে। দখলদারকে উচ্ছেদেও বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পুলিশ চাইলে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন এস্টেট শাখা। 
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার মৌখিক নির্দেশে সদর কাচারির আমিন মো. আবদুস সালাম বাদি হয়ে সীতাকুন্ড থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ১ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ থাকলেও সীতাকুন্ড থানা এটি গ্রহণ করেছে ৭ ফেব্রুয়ারি। মামলায় বিবাদী করা হয়েছে সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকার নিউ রাজাপুর গ্রামের ওবায়দুল হকের পুত্র মো. মহসিন রেজা ও একই এলাকার আমিন দারোয়ানের পুত্র মোহাম্মদ আলীকে। সদর কাচারির কানুনগো মো. মনিরুল ইসলামকে স্বাক্ষী করা হয়েছে। 
মামলার আর্জিতে বলা হয়েছে, ”কুমিরা স্টেশনের আওতাধীন চট্টগ্রাম-সীতাকুন্ড আপ লাইনের পার্শ্বে রেলওয়ে কিঃমিঃ ২৩/৩ থেকে ২৩/৪ এর মধ্যবর্তী রেললাইনের পশ্চিম পার্শ্বে, জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে  সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বর্ণিত রেলভূমিতে অভিযুক্ত ব্যক্তিগণের নামে ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারীগণের নামে কৃষি লাইসেন্স আছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিগণ উক্ত রেলভূমি ও তৎসংলগ্ন আশপাশের রেলভূমিতে রেলওয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মাটি ভরাট ও টিনের বেড়া দিয়ে রেলওয়ের জায়গা দখলের চেষ্টা করছে। কাজে বাধা প্রদান করে টিনের বেড়া ও মাটি ভরাট কার্যক্রম বন্ধসহ টিনের বেড়া অপসারণ করতে বলি। বর্তমানে মাটি ভরাট কাজ বন্ধ আছে। যে কোন সময় অভিযুক্ত ব্যক্তিগণ পুনরায় টিনের বেড়া ও মাটি ভরাটের কার্যক্রম চালাতে পারে। এমতাবস্থায় সরকারী সম্পত্তি রক্ষার্থে অভিযুক্ত ব্যক্তিগণ যাতে উক্ত রেলভূমিতে পুনরায় টিনের বেড়া ও মাটি ভরাট কার্যক্রম করতে না পারে এই বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একইভাবে অভিযোগ জানানো হয়েছে জিআরপি পুলিশকেও।
এব্যপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) সুজন চৌধুরী বলেন, মহসিন গংরা আমাদের অনেক জমি দখল করার চেষ্টা করেছিল। আমাদের সেই চেষ্টা নসাৎ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তারপরও যদি দখলের চেষ্টা করেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অনেক বছর আগে রেলের স্টাফরা তাদের বাসার আশেপাশে সবজি চাষ করার জন্য কিছু জায়গা ইজারা নিয়েছিল, পরে তাদের অনেকেই অবসরে চলে যাওয়ায় সেগুলো মহসিন রেজার নিকট হস্তান্তর করে। কিন্তু মহসিন রেজা অন্যায়ভাবে রেলের বিশাল পরিমান জমি জবর দখল করে বাণিজ্যিক কাজে ব্যবহার করার চেষ্টা করেছেন। স্টাফদের বাসা, রেলের একাধিক গোডাউন ভাঙার চেষ্টা করছেন। নিচু জমিগুলোতে মাটি ভরাট করে পানি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। এর ফলে একদিকে যেমন ইজারার শর্ত ভঙ্গ করেছেন অপরদিকে ঝুকির মুখে ফেলছেন ঢাকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেললাইন। এসব অনৈতিক কাজে বাধা দেয়ায় রেলের কর্মচারি জাকির হোসেনকে মারধর করে। এই নিয়ে গত ২২ জানুয়ারি কুমিরা স্টেশন ইয়ার্ড কিমিঃ নং ২৩/০-৫ তে ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় করণ ও গোডাউন রক্ষণাবেক্ষন প্রসঙ্গে গ্যাং নং চট্টগ্রাম ৮ এর মেট মো. সাইফুল ইসলাম ও ৯ এর মেট যাদব চন্দ্র দাশ এর যৌথ স্বাক্ষরে এসএসএই/পথকে কে একটি লিখিত চিঠি দাখিল করেন।

এমএসএম / এমএসএম

শালিখায় যুবদলের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফ‌্যা‌সিস্ট হাসিনা জোরকরে ভোট নিয়ে সরকার গঠন করেছিল : আমানউল্লাহ আমান

নিজের সেপটির জন্য সাথে চাকু, চাকুর আঘাতে রাজমিস্ত্রি আহত

দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উূপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

যমুনার চরাঞ্চলের ফসলি জমির বালুমাটি উত্তোলন বন্ধে এলাকাবাসী বিক্ষোভ

শীর্ষ মানব পাচারকারীর জন্য ওসির দরদ কেন

শিবগঞ্জে ইউপি সদস্য রাইহানের বিরুদ্ধে কবর স্থানের নামে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

আলাওলপুর ইউনিয়নে আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শ্রীপুরে বিএনপি নেতা শাজাহান আলী দাফন সম্পন্ন

সেন্টমার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ

সিলেটের আলোচিত ভুমিদস্যু আ.লীগ নেতা নাসির র‌্যাব’র হাতে আটক

খুলনায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

হরিণাকুণ্ডুতে দুইদিনে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা