ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

খুলনা ডিএনসির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১:৩৩

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার বিকাল ৫টায় ফকিরহাট উপজেলার লকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় হয়েছে। আটককৃতরা হলেন, মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। এ সময় তাদের কাছে থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল জব্দ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ডিএনসির সূত্রে, মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা এবং ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে আটককৃতরা সংরক্ষণ করেন। তারা ধীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বিথি বেগমের মালিকানাধীন বাড়ীর দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং উক্ত আলামত উদ্ধার ও জব্দ করা হয়। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত বাড়ীর ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আক্তার মিয়া (৩৫) পলাতক রয়েছে। সর্বশেষ জানা যায়, আসামী মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়ার বিরুদ্ধে ফকিরহাট থানায় ০১ টি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। অভিযান পরিচালনা করেন, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে “ক”সার্কেলের রেইডিং টিমের সদস্যরা। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান অভিযানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ—পরিদশর্ক মো: রাকিবুল ইসলাম রাসেল, উপ—পরিদশর্ক মঞ্জুরুল বাশার, সিপাহী মো. শরিফুল ইসলাম, মো. হালিমুজ্জামান, মো. বরকত এবং মো. শাহাজাদা এবং ওয়ারলেস অপারেটর তনিমা আহমেদ। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ—পরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়। মাদক ব্যবসা ও সেবন নিয়ন্ত্রনে সকলের প্রতি সহযোগিতা কাম্য করে বলেন, আমাদের সকলকে আরো সোচ্চার এবং সতর্ক হতে হবে। যেনো মাদক ব্যবসায়ীরা তাদের অপরাধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে না পারে।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম : আমির খসরু

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করে আলোচনায় দুই বন্ধু, কেজি ২৫০ টাকা

নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি কর্মসূচি

অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের মনিরা'কে ছাত্রদলের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে যাকাতের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ