খুলনা ডিএনসির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার বিকাল ৫টায় ফকিরহাট উপজেলার লকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় হয়েছে। আটককৃতরা হলেন, মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। এ সময় তাদের কাছে থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল জব্দ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ডিএনসির সূত্রে, মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা এবং ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে আটককৃতরা সংরক্ষণ করেন। তারা ধীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বিথি বেগমের মালিকানাধীন বাড়ীর দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং উক্ত আলামত উদ্ধার ও জব্দ করা হয়। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত বাড়ীর ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আক্তার মিয়া (৩৫) পলাতক রয়েছে। সর্বশেষ জানা যায়, আসামী মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়ার বিরুদ্ধে ফকিরহাট থানায় ০১ টি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। অভিযান পরিচালনা করেন, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে “ক”সার্কেলের রেইডিং টিমের সদস্যরা। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান অভিযানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ—পরিদশর্ক মো: রাকিবুল ইসলাম রাসেল, উপ—পরিদশর্ক মঞ্জুরুল বাশার, সিপাহী মো. শরিফুল ইসলাম, মো. হালিমুজ্জামান, মো. বরকত এবং মো. শাহাজাদা এবং ওয়ারলেস অপারেটর তনিমা আহমেদ। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ—পরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়। মাদক ব্যবসা ও সেবন নিয়ন্ত্রনে সকলের প্রতি সহযোগিতা কাম্য করে বলেন, আমাদের সকলকে আরো সোচ্চার এবং সতর্ক হতে হবে। যেনো মাদক ব্যবসায়ীরা তাদের অপরাধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে না পারে।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা