ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতিবন্ধির জায়গা জোর পূর্বক দখল করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:৩২

পারিবারিক ভিটা বাড়ি জমিজমার বিরোধকে কন্দ্রে করে এক প্রতিবন্ধিকে প্রধান আসামি করে মিথ্যা মামলায় হয়রানি ও জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও হংসের পাড়া এলাকার মরহুম গোলামুর রহমানের পুত্র প্রতিবন্ধি মো. ইসহাক, ইসহাকের স্ত্রী মরিয়ম বেগম(৩৫), গোলামুর রহমানের পুত্র ইউনুছ মিয়া, নুরুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম, ইদ্রিস মিয়া(৫৪), সমুদা খাতুন(৫৪) শারীরিক প্রতিবন্ধি ইসহাককে প্রধান আসামি ও বয়স্ক নারী পুরুষসহ ৭ জনের বিরুদ্ধে মোহাম্মদ ইলিয়াছ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটিয়া, গত ১৪ জানুয়ারি ফৌজদারী অভিযোগ মামলা হওয়ার পর পরিবারটি বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানায়।
পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধ সমাধাণ করে দেয়ার জন্য প্রতিবন্ধি পরিবারের সদস্য ও তাদের পক্ষে রোকসানা বেগম পটিয়া উপজেলা নির্বাহূ কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও   ইউপি সদস্যর কাছে ন্যায় বিচার চেয়ে ইলিয়াছ, ইকবাল, সাদ্দাম, আরব মিয়া, নুরুল আবছার, নুরুল আকতার, তারেক রহমান এনাম উদ্দীনকে বিবাদী করে একটি অভিযোগ করেন গত ১ অক্টোবর হাইদগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গত ৭ নভেম্বর পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ করে আইনগত সহায়তা চেয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবন্ধি মো. ইসহাকসহ পারিবারিক বিরোধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন মানহানিকর পোস্ট করা হচ্ছে তাদের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে বিবাদীর মধ্যে একজন মোহাম্মদ ইলিয়াছের সাথে মোবাইলে একাধিবার যোগাযোগ করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি। 
অভিযোগের বিষয়ে রোকসানা বেগম জানান, আমাদের জায়গাগুলো ভুয়া স্ট্যাম্প ও  কাগজ পত্র তৈরী করে জোর পূর্বক দখলের চেষ্ঠা করছে। যারা তাদের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। যাকে ১নং আসামি করা হয়েছে উনি একজন শারিরীক প্রতিবন্ধি মানুষ উনি এক বছর ধরে এলাকার বাইরে উনি ঘটনা স্থলেও ছিল না উনাকেও হয়রানি করতে আসামি করা হয়েছে। তারা কতটা অমানবিক হলে একজন প্রতিবন্ধিকে আসামি করে হুমকি মারধর করে জায়গা এবং ভিটে মাটি দখলের চেষ্টা করে।  তাদের হয়রানি থেকে বাঁচতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান  উভয় পক্ষকে ডেকে ঘটনার বিষয়ে জেনে মিমাংসা করার চেষ্ঠা করলে বিবাদীরা অসযোগতা করার কারণে মিমাংসা করা সম্ভব হয়নি।  

এমএসএম / এমএসএম

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য