৭০ বছরের বৃদ্ধকে অজ্ঞান করে অটোরিকসা ছিনতাই এবং আটকে রেখে হত্যা
৭০ বছরের বৃদ্ধকে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই এবং পরবর্তীতে ০২ দিন অজ্ঞান থেকে বৃদ্ধের মৃত্যু সংক্রান্তে রুজুকৃত হত্যা মামলার রহস্য উদঘাটন, ০৩ জন আসামি গ্রেফতার ও অটোরিকশা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার( কেরানিগন্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী কেরানিগন্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস হলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
ঘটনার বিবরনে জানা যায় গত ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার দিকে ৯৯৯ এর মাধ্যমে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ জানতে পারে যে, বামনসুর রাস্তার পাশে খোলা জায়গায় একজন ৭০ বছরের বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় অচেতন বৃদ্ধকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরদিন সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক অচেতন বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে পুলিশ জানতে পারে যে, মৃত বৃদ্ধের নাম আব্দুল হামিদ, বয়স অনুমান ৭০, সাং- শুভাঢ্যা পূর্বপাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা এবং পেশায় তিনি একজন অটোচালক। পুলিশ মৃতদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরন করে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ধারনা করে যে, অজ্ঞাতনামা আসামীরা চেতনানাশক কোন খাবার খাইয়ে বৃদ্ধ হামিদকে অজ্ঞান করে ফেলে দিয়ে তার অটোরিক্সা চুরি করে পালিয়েছে। এ ঘটনায় ভিকটিম হামিদের মেয়ে তাহমিনা বেগম চম্পা (৪০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি চুরিসহ হত্যা মামলা রুজু করেন।
তদন্তঃ অজ্ঞান পার্টি কর্তৃক ৭০ বছরের বৃদ্ধকে অজ্ঞান করে হত্যা ও অটো চুরির ঘটনায় মামলা রুজুর সাথে সাথে কেরাণীগঞ্জ মডেল থানার একটি চৌকস তদন্ত টিম সংঘবদ্ধ এই অজ্ঞান পার্র্টির সদস্যদের ধরার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে। তদন্ত টিম হত্যার ঘটনাস্থল ও বিভিন্ন আলামত বিচার বিশ্লেষন করে তথ্য-প্রমান সংগ্রহ করে। তদন্তের একপর্যায়ে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় শাহাবুদ্দিন কবীর বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল এর তত্ত্বাবধানে ও মোঃ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ, কেরাণীগঞ্জ মডেল থানা এর সহযোগিতায় এসআই শাহিন কাদির ও এসআই অলক কুমার দে এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কেরাণীগঞ্জ, কামরাঙ্গিরচর ও শরিয়তপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত সংঘবদ্ধ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ০৪ জন সদস্য ১। সুমন জুস সুমন (৩৫), ২। সাইফুল জয় রাজবংশী (২৭) ও ৩। আক্কাস (৫৭)-দের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিম হামিদ এর চোরাই অটোরিক্সা অপর আসামী ৪। রানা মিয়া (৪২)(চোরাই অটো ক্রয়-বিক্রয়কারী) এর গ্যারেজ হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন সুমন বৃদ্ধ হামিদ এর অটোরিক্সা রামেরকান্দা হতে কোনাখোলা যাবে মর্মে ভাড়া করে। পথিমধ্যে সুমন বৃদ্ধ হামিদ এর সাথে সখ্যতা তৈরী করে। কোনাখোলা আসার পর সুমন কৌশলে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বৃদ্ধ হামিদকে খাইয়ে দেয়। ইতিমধ্যে সাইফুল ও আক্কাস যাত্রিবেশে অটোরিক্সায় উঠে পড়ে। ঘুমের ঔষধ খেয়ে বৃদ্ধ হামিদ অচেতন হয়ে পড়লে আসামীরা তাকে নির্জন জায়গায় ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সাইফুল চোরাই অটোরিক্সাটি রানার কাছে ৩০,০০০/- টাকায় বিক্রি করে। আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চেতনানাশক খাইয়ে অটো চুরির মামলা আছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক