ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

পটিয়ায় চলাচলের রাস্তা দখলের প্রতিবাদ করায় মারধর ফাঁকা গুলি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৩:৩৭

চট্টগ্রামের পটিয়া  জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল ২নং ওয়ার্ডে চলাচলের রাস্তা দখল করার প্রতিবাদ করায় বৃদ্ধ মহিলা সহ তিনজনকে মারাত্মক আহত করার পাশাপাশি ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় রিয়াজ উদ্দিন অভি(২৬), মোঃ সাগর(৩০),  মোঃ সজিব(২২), ৪। মোঃ সাজ্জাদ(২৪), মোঃ জাফর(৫৫),নুর নাহার বেগম মুন্নি(৪৬) সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ জমা হলেও কোন মামলা হয়নি এখনো পর্যন্ত।

 জানা যায় গত ১৫ ফেব্রুয়ারী সকালে রাস্তা দখলের ঘটনায় বাধা দিতে গেলে নীলু আক্তার(৬০) নামের এক মহিলাকে মারধর করা হয়। এসময় মহিলার দুই সন্তান মাকে বাঁচাতে এগিয়ে আসলে নোমান(৩৬) এবং মাসুদ পারভেজ(৪৫) কেও আহত করা হয়।
আহত বৃদ্ধা নীলু আক্তারের কন্যা লাভলী আকতার জানান, "ঘটনার সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে আমার মা এবং ভাইদের মারাত্মক জখম করে। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি করে। আমি তাদের বাঁচাতে গেলেও আমার উপরেও হামলা করে তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমার মা এবং ভাইদের পটিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এ বিষয়ে আমরা থানায় মামলা করতে চাইলে এখনো পর্যন্ত কোন সহায়তা পাইনি। বরং এস আই ইয়ামিন সুমন  অস্ত্রের বিষয়টি অস্বীকার করে আমাদেরকে আপোষ করার প্রস্তাব দিচ্ছেন। আমার মা ভাইয়েরা এখন চট্টগ্রাম মেডিকেলে, হয়তো পুলিশ সহযোগিতা না করলে ন্যায় বিচার পাবো না । 

এ বিষয়ে  পটিয়া থানার ওসি জসিম উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান," মারামারি সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। গুলি করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, শুনেছি ওই সময় কারা ফটকা বাজি ফুটিয়েছে, কোন গোলাগুলি হয়নি।

এমএসএম / এমএসএম

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস